একটা পাহাড়/সুনীতা দত্ত
একটা পাহাড়
সুনীতা দত্ত
-----------------
একটা পাহাড় রোজ রাতে আমার স্বপ্নের মধ্যে উঁকি দিয়ে যায়। হৃদয়ের মাঝে তখন তীব্র দাবদাহ, মনখারাপের সংকেত, বেদনার অসীম কালঘাম।
পাহাড়ের কোলে একটা ছোট ঘর বাঁধার চেষ্টা করেছিলাম, সেই স্বাদ নিতে গিয়ে তোমার থেকে ছিটকে অনেকটা সময় পার করে এসেছি।
তারপর আবার পাহাড়ের কোলে মাথা রেখেছি, অচেনা মেঘেদের দল ভাসিয়ে নিয়ে যেতে যেতে দেখি আমার স্বপ্নের সেই ঢিবি, গাছের দল, আগাছা, লতানো পরজীবী।
ভাবনার রাশি পাখনা মেলে উড়ে যায় কিন্তু জীবনের কাছে সব তুচ্ছ। সুর ধ্বনিত হয় এখনো হয়নি সময়।
এখন আর সময়কে ধরে রাখতে চাই না বরং মনে প্রাণে বিশ্বাস করি আমার আমাদের সব স্বপ্নকে ধারণ করে জীবনকে বয়ে নিয়ে চলছে সময়।
পাহাড়ের কোলে ঘর বাঁধার স্বপ্ন আর আসে না, সময় বৃত্ত সব কিছু ঠিক করে জীবনকে গভীরতর করেছে।
এখন নতুন ভাবনায় জীবনের কয়েক কোটি সেকেন্ড মনের অতলান্তে পাহাড়ের চূড়ায় আরোহণ করতে চায়, নিমেষেই দূর করে দেয় একঘেয়ে ক্লান্তি।অপত্যের দায়িত্বে নিবেদিত প্রাণ বিকশিত হয়েছে সবুজের সমারোহে। আমার স্বপ্নের সেই স্বাদ বুকের মধ্যে গড়ে উঠেছে, চড়াই উৎরাই পেরিয়ে এখন মহীরুহ তৈরি হয়েছে।
একটা মস্ত পাহাড়ের কোলে মাথা রেখেছি ভীড় করছে আবার অজানা অচেনা মেঘেদের দল, ওরা পাহাড়কে আস্তানা গড়ে দেয়, মনের মাঝে গভীর অরণ্যে ছড়িয়ে আমার ইচ্ছেকে ভালোবাসার কথা শোনায়।
জীবনের মেয়াদ ধীরে ধীরে ক্ষয় হয় কিন্তু আলোর ঠিকানা পথ ধরে চালিয়ে নিয়ে যেতে যেতে বলে "চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি"..
এখন আর পাহাড়ের কোলে মাথা রেখে শুয়ে নয়, পাহাড় কিনেও নয়, মনের মাঝে লক্ষ কোটি পাহাড়ের চূড়া ধারন করে, তোমার ছোঁয়ায় আমি নিজেকে ছুঁয়েছি।।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴