একটা চিঠি তোমার নামে/সুতপা ঘোষ
একটা চিঠি তোমার নামে
সুতপা ঘোষ
প্রিয়
কেমন আছ?
জানি এ প্রশ্ন বৃথা। ভারাক্রান্ত মন। যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। ইতিহাসের পাতায়, তুমি লিখে যাবে নিজের সব কথা। অন্য দিকে আমার মনে আজীবন সবুজ হয়ে থাকবে স্মৃতির পাতা।
তুমি, কখনো থেমে যাওনি। সময়ের সাথে তাল মিলিয়ে চলেছ। আর আমি, চলি তোমার সাথে, দিনে....রাতে.... বয়সের অনুপাতে.......।
আগামী সর্বদাই অদৃশ্য....... জানি না আবার কখন, কি ভাবে, কেমন করে, হবে দেখা....?
সেই আগামির উদ্দেশ্যে তোমায় এই চিঠি লেখা।
একটা সকাল হয়ে ওঠো তুমি, তোমার আলো দু হাত পেতে নেব।
চঞ্চল প্রজাপতি হয়ো না, ডানা মেলে পাখি হয়ো; গোটা আকাশ তোমায় দেব।
বৈশাখীঝড় নয়, হয়ো গ্রীষ্মের ছায়া। বর্ষার বজ্র নয়, হয়ো ঘন মেঘের মায়া। শীতের রাত নয়, রোদে মাখা দুপুর হয়ো। হেমন্তের শিশির আর বসন্তের পলাশ হয়ে ঝরো।
পৃথিবীর ক্যানভাসে, সূর্যের সব রঙে, পূর্ণ জীবন আঁকো তুমি। তোমার সেই ছবিই হয়ে উঠুক সব থেকে দামি।
আমার সকল আশা ভালোবাসা দিলাম তোমায় আমি। আবার শুভ নববর্ষ হয়ে ফিরে এসো তুমি।
ইতি– তোমার আমার মনের কথা
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴