এই সময় আবির্ভূত হও প্রভু/কণিকা দাস
এই সময় আবির্ভূত হও প্রভু
কণিকা দাস
ক্রুশবিদ্ধ পৃথিবী, বুকে তার গভীর ক্ষত
দেখো শোনিতধারায় বেআব্রু জীবনের হিসাবনিকাশ
সভ্যতার পরাকাষ্ঠায় বেকানুনি বারোমাস।
অশনি ডঙ্কা লাগাতার ধৃতরাষ্ট্রের অবাধ বিচার
দিশেহারা মানুষ... দেখাও পথের নিশানা
ঘনিভূত কালো মেঘ ছেয়েছে আকাশ
ঝড়ের পূর্বাভাস ...
জন্মের ঋণ শোধের সময় হয়েছে আজ।
খাদের কিনারে দাঁড়িয়ে ভবিষ্যৎ আঁধার
হে প্রভু, ফিরিয়ে আন শান্তির পারাবার
জিঘাংসার হোক অবসান
প্রেমাবর্তে উত্থলিত হোক সুধারস-
তোমার জ্যোর্তিময়ী বিম্বিত প্রভাতে
আজ এই ধরাধামে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴