এই মধ্য দুপুরে../শঙ্খ মিত্র
এই মধ্য দুপুরে...
শঙ্খ মিত্র
এই মধ্য দুপুরে ব'সে একটু হাওয়া বদলের কথা ভাবি
একটা যুতসই উপমা খুঁজে পেতে, আজও
তোমার কাছে নতজানু হতে হয় বারবার
অবিকল এই ধূসর পৃথিবীর ভিতর
সমস্ত কাল ধ'রে জেগে আছি একা
যেন কেউ কখনো এসে বসেনি পাশে
দিন চলে গ্যাছে অনিবার্য ছায়ার মতো,
আবরণহীন মৃত্যুর মতো
ভাঙা পাঁজরের স্বর বেয়ে উঠে আসে চাপচাপ রক্তবমি
চারিদিকে উদযাপিত হচ্ছে বঙ্কিম উল্লাস
কোথায় লুকোব এই অনাদি জীবন-আনন্দ!
দ্যাখো প্রসারিত দু হাতের রেখায় রেখায় কেমন ফুটে উঠেছে দৈন্যের মহোৎসব
তিস্তার বালিঘরে এখন ডানা মেলেছে অসহায় রোদ
যেন পিছুটানহীন বৃদ্ধ সন্ন্যাসী ব'সে আছে
অলীক খঞ্জনী হাতে
শীত এখন আর স্মৃতির অ্যালবাম নয়
একটা আস্ত শূন্য ক্যানভাস
লিখে রাখছি অনিবার্য ঋতুপরিবর্তন,
পাখির আদর, পরিযায়ী নৌকার চলাচল
আর কুয়াশা মোড়া আমাদের প্রিয়তম কান্না
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴