সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
ঋতুপর্ণা ভট্টাচার্য-এর আলোচনায় শৌভিক রায় -এর বই 'গ্রীন করিডোর'

ঋতুপর্ণা ভট্টাচার্য-এর আলোচনায় শৌভিক রায় -এর বই 'গ্রীন করিডোর'

রীনা মজুমদার-এর আলোচনায় শৌভিক রায়-এর 'মুজনাইয়ের বালক'

রীনা মজুমদার-এর আলোচনায় শৌভিক রায়-এর 'মুজনাইয়ের বালক'

পার্থ বন্দ্যোপাধ্যায় -এর আলোচনায় দেবপ্রসাদ রায় -এর বই 'ডুয়ার্স থেকে দিল্লি'

পার্থ বন্দ্যোপাধ্যায় -এর আলোচনায় দেবপ্রসাদ রায় -এর বই 'ডুয়ার্স থেকে দিল্লি'

পড়ে যা বুঝেছি/শ্যামলী সেনগুপ্ত

পড়ে যা বুঝেছি/শ্যামলী সেনগুপ্ত

মণিদীপা নন্দী বিশ্বাস-এর আলোচনায় উমেশ শর্মা-র 'নেখানেখির জগতত্ ভাসিতে ভাসিতে'

মণিদীপা নন্দী বিশ্বাস-এর আলোচনায় উমেশ শর্মা-র 'নেখানেখির জগতত্ ভাসিতে ভাসিতে'

শ্রুতি দত্ত রায়-এর আলোচনায় শাঁওলি দে-র 2b কন্টিনিউড

শ্রুতি দত্ত রায়-এর আলোচনায় শাঁওলি দে-র 2b কন্টিনিউড

অর্পিতা মুখার্জি চক্রবর্তী-র আলোচনায় অশোক কুমার গঙ্গোপাধ্যায়-এর 'পুনরুত্থান'

অর্পিতা মুখার্জি চক্রবর্তী-র আলোচনায় অশোক কুমার গঙ্গোপাধ্যায়-এর 'পুনরুত্থান'

মনীষিতা নন্দী-র আলোচনায় সিদ্ধার্থ শেখর চক্রবর্তী-র  'নিরুদ্দেশ সংবাদজুড়ে নাবিকের দল'

মনীষিতা নন্দী-র আলোচনায় সিদ্ধার্থ শেখর চক্রবর্তী-র 'নিরুদ্দেশ সংবাদজুড়ে নাবিকের দল'

কবিতা বণিক-এর আলোচনায়  ডঃ রতন বিশ্বাস-এর 'পাহাড়ে রবীন্দ্রনাথ'

কবিতা বণিক-এর আলোচনায় ডঃ রতন বিশ্বাস-এর 'পাহাড়ে রবীন্দ্রনাথ'

সুকান্ত নাহা-র আলোচনায় রাজর্ষি দত্ত-র LEAF TWO AND BUD ONE

সুকান্ত নাহা-র আলোচনায় রাজর্ষি দত্ত-র LEAF TWO AND BUD ONE

ঋতুপর্ণা ভট্টাচার্য-এর আলোচনায় শৌভিক রায় -এর বই 'গ্রীন করিডোর'

ঋতুপর্ণা ভট্টাচার্য-এর আলোচনায় শৌভিক রায় -এর বই 'গ্রীন করিডোর'

শিক্ষক শৌভিক রায়ের সঙ্গে আমার পরিচয় স্কুলবেলা থেকে হলেও লেখক শৌভিক রায়কে আমি চিনতে শুরু করেছি এই হালেই। তাঁর মুজনাই পত্রিকার সম্পাদনা, উত্তরবঙ্গ পত্রিকায় নিয়মিত লেখালেখি, তাঁর নিজস্ব ফেসবুক পেজের লেখা এবং তাঁর বিভিন্ন প্রকাশিত বই -এইই আমার তাঁর লেখার সাথে পরিচয়ের প্রথম ধাপ। এর মধ্যেই ক'দিন আগে শহরে ঘটে গেল উত্তরবঙ্গ বইমেলা এবং সেই উপলক্ষেই শহরতলি প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর এবারের গল্প সংকলন গ্রীন করিডোর বইটি হাতে এসে পড়ল। বইটির মুদ্রণ, বাঁধাই ও প্রচ্ছদ বেশ ছিমছাম, মনোগ্রাহী। তবে এ সবই বোধহয় ছাপিয়ে যায় এই বইটিতে সংকলিত গল্পগুলির মান। উত্তরবঙ্গ বাংলা সাহিত্যকে চিরকালই সমৃদ্ধ করেছে তার সহজ অথচ গভীর জীবনবোধে জারিত কালজয়ী অসংখ্য লেখার মাধ্যমে, আশ্চর্য হয়ে অনুভব করলাম বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত এ ছোটগল্পগুলিও তার ব্যতিক্রম নয়। এমনিতে ছোট গল্প লেখা মোটেই সহজ কাজ নয়। বিন্দুতে সিন্ধু দর্শন করানোর মতো গুরু দায়িত্ব থাকে তার কাঁধে। সেই দিক দিয়ে সংকলনের প্রতিটি গল্পই ভীষণরকম সফল। বিষয় বৈচিত্র্য, ভাষা ও শব্দ ব্যবহারের মুন্সিয়ানা, বিভিন্ন শ্রেণীর মানুষের আশ্চর্য সব জীবনগাথা, মনস্তত্বের জটিল ওঠা পড়া, কঠোর নির্মম বাস্তব পরিস্থিতির নির্মোহ বর্ণন এ সবই এত নিখুঁত আর সহজভাবে ফুটে উঠেছে গল্পগুলোতে যা মনে দাগ কেটে কেটে বয়ে চলে যেন অনায়াস গতিতে, পড়তে গিয়ে এক মুহূর্তের জন্যেও হোঁচট খেতে হয় না, গদ্যের ক্ষেত্রে এ বড় জরুরি গুণ। জীবনের কঠিন বাস্তবকে নির্মোহ দৃষ্টিতে দেখা ও সহজ শব্দে তার গভীরতাকে যেকোনও পাঠকের বোধগম্য করে তুলে ধরতে পারা সহজ কাজ নয়। এখানেই একজন প্রকৃত লেখকের কলমের শক্তির আন্দাজ পাওয়া যায়। জীবনমুখী অথচ সম্পূর্ণরূপে বাস্তবধর্মী এ ছোটগল্পগুলি প্রতিটিই সেই ভীষণ অন্তঃশক্তির অনন্য ধারক।

গ্রীন করিডোর বইটিতে গল্প আছে মোট আঠেরোটি। গল্পগুলি প্রতিটিই ভিন্ন ভিন্ন স্বাদের। এমনকি তিতি এবং মিড ডে মিলকে ছোটদের গল্পই বলা যায়। কিন্তু কিশোর পাঠযোগ্য গল্প হলেও তাতে বালখিল্যতা নেই এতটুকুও, বরং বন্যপ্রাণ ও জঙ্গল সংরক্ষণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়কেও একেবারে নিজস্ব সহজাত সাবলীল ভঙ্গিতে এই কিশোর সাহিত্য পরিসরেও ভীষণ সহজ করে তুলে ধরেছেন লেখক। অন্যান্য গল্পের মধ্যে লোকটা, একটি আত্মহত্যা, টিকিট ও বলরামের পাথর আমার ব্যক্তিগতভাবে প্রিয় তাদের অনন্য লেখন ভঙ্গিমা, শব্দের ব্যবহার, বিষয়ের গভীরতা এবং অভাবনীয় পরিসমাপ্তির জন্য। এই সমাপ্তি একটি ছোটগল্পের জাত নির্ধারণ করে। একটি আত্মহত্যায় গল্পের নায়িকা দিতির জবানীতে তির তির করে বয়ে চলা গল্পটির শেষ চমকটা কয়েক মুহূর্তের জন্য যেন একেবারে স্তব্ধ করে দেয় পাঠককে, দিতির ভেতরের অসম্ভব কষ্ট যন্ত্রণা অসহায়তা আর হৃদয় নিংড়োনো ভালোবাসা এতটাই মর্মস্পর্শী যা পড়তে পড়তে সত্যিই বাকরুদ্ধ হয়ে যেতে হয়। এই রকমই আরও একটি গল্প রিউনিয়ন যেখানে গল্পের প্রধান চরিত্র শ্রাবণীর আশ্চর্য জটিল মানসিক কঠিন পরিস্থিতিকে ভীষণ মনকেমন করা সাবলীলতার সঙ্গে তুলে ধরেছেন লেখক। টিকিট গল্পটি খুব সাধারণ একটি বিনা টিকিটের যাত্রী দুঃস্থ মেয়ের কাহিনী হিসেবে শুরু হলেও তার শেষটুকু ভীষণরকম চমকে দেবে পাঠককে, ক্ষয়ে যাওয়া মৃতপ্রায় বিবেকের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে এক ঝটকায়, ক্রমে ক্রমে একটা হিসেবি লোভী, মানুষের মতো দেখতে কিন্তু আসলে মানুষ নয়, এমন জন্তুসম হয়ে উঠতে থাকা অধিকাংশ আমাদের ভেতরটাকে নির্দয় ছুরিকাঘাতে ফালা ফালা করে দেবে পুরোপুরি। এরপর, বলরামের পাথর। একটি আদ্যন্ত রাজনৈতিক গল্পকে অরাজনৈতিকভাবে বলতে পারার একটি অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হয়ে বোধহয় রয়ে যাবে এই গল্পটি। গল্পটি পর পর বেশ ক’বার পড়তে হয়েছে আমায় তার নির্যাসটুকু বুঝতে, তাও কতটা শেষমেষ ঠিক বুঝে উঠতে পেরেছি বলতে পারি না। এ ধরণের লেখা আজকের দিনে এভাবে বলতে পারাও শুধু সাহিত্যের দিক থেকে নয়, একজন সচেতন নাগরিকের জায়গা থেকেও ভারী জরুরি বলে আমার মনে হয়। এর বাইরে হলুদ সোনা, আঁধি এবং গাছ আর বীরেনবাবু গল্পে স্থানীয় ভাষা কৃষ্টি ও সমাজ ধারণার যে বিষয়গুলি ছোটগল্পের সীমিত পরিসরের মধ্যেই ফুটে উঠেছে তা সাধারণ পাঠকের দৃষ্টি ও বোধের প্রসারতা বিস্তারে বেশ উপযোগী। সর্বোপরি যেটা বলতেই হয় তা হল সংকলনের এ গল্পগুলি একটির চেয়ে অন্যটি নানা দিক থেকেই বেশ ভিন্ন, কিন্তু তারপরেও একটি দিক দিয়ে এদের মধ্যে কিন্তু বেশ মিল আছে, গল্পগুলি প্রতিটিই শেষ অবধি একটি উত্তরণের কথা বলে, সে গল্পের মধ্যে বর্ণিত চরিত্রটির উত্তরণ হোক, কি পাঠশেষে পাঠকেরই মুখোশহীনভাবে আয়নার সামনে দাঁড়িয়ে ঘটে যাওয়া নিজের ব্যক্তিগত উত্তরণ, এবং সেখানেই বোধহয় গ্রীন করিডোর বইটির প্রকৃত সার্থকতা। এ বইটি যে আমার এবারের বইমেলা পর্বে সংগৃহীত অন্যতম সেরা বই তা স্বীকার করতে একটুও দ্বিধা নেই। আজকাল অনেক তথাকথিত প্রথম শ্রেণীর কাগজ বা পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশিত ছোট গল্পের লেখার মান দেখে পাঠক হিসেবে মাঝেমধ্যেই মনে ভারী হতাশা জাগে, তবে তার মধ্যেই হঠাৎ করে হাতে এসে পড়া এ বইটি আজকের ছোট গল্পের ভবিষ্যৎ বিষয়ে পাঠক আমাকে যথার্থই আবার বড় আশাবাদী করে তুলল। বার বার পড়ার মতো এই সংকলন। বার বার পড়ে মুগ্ধ, সমৃদ্ধ হওয়ার মতো প্রতিটি লেখা। যাঁরা ছোট গল্প পড়তে ভালোবাসেন তাঁদের জন্য নিঃসন্দেহে সংগ্রহযোগ্য একটি সংকলন এবারের শহরতলি প্রকাশনীর এই গ্রীন করিডোর বইটি।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri