উত্তর নাবিক/মিষ্টু সরকার
উত্তর নাবিক
মিষ্টু সরকার
আমি তোমার মধ্যে মানুষ দেখি ;
মননে স্মরণে রণনে আদ্যন্ত একজনা ।
ঘাসের বীজের মায়া থাকুক তোমার ভাতের ওমে,
আলো হাওয়ায় চলুক তোমার সাম্পান।
স্বভাবসিদ্ধ চাবিকাঠি রেখো হাতে ;
আর রেখো কিছু কথা
মিহি আলো আঁধার চিরে আরশি নগরের ঘ্রাণ।
জোছনা গলে গলে সোনা হবার মুহুর্ত গুলি ;
উপচে পড়ুক তোমার কলমের ডগায়।
দিন শেষে সময় যখন ইতিহাস হয়...
তার ঐতিহ্যের দাবিদার হও ;
কোনো ছন্দভূক ভাষা দোআঁশ মাটির অস্তিত্ব নিয়ে বিলোপ সাধন করার চেষ্টা রাখবে !
তুমি পূর্বপুরুষের উত্তর নাবিক হও ।
একটা গোটা জেনারেশন কলমকে নির্বাসিত আখ্যা দিয়ে হৃৎপিণ্ড পোড়াচ্ছে
মাইক্রো বিপণনে বাড়ছে ইউ এস পি
সাদা খাতায় অমিমাংসিত হাওয়ার ছায়া
মানুষ তৈরি করে না গেলে
কেউ তোমার কবিতা ছুঁয়েও দেখবে না !
ধুলোয় মাখা পংক্তি হতে পারে
তোমার হাতের গুণে;
কড়ে আঙ্গুলের স্পর্শ যেন ছুঁয়ে থাকে
তোমার আগামীতে।
চলার ছন্দে জন্মান্তর ;
যেমন নাভিশ্বাসে উঠে আসা ওঙ্কার ;
বারবার প্রতিধ্বনিত হয় ......
তোমার চেতনায় সিদ্ধ রূপে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴