ইতিহাসে নেই
ইতিহাসে নেই
অনিন্দিতা গুপ্ত রায়
বর্ণমালার সবকটিই ভাসিয়ে দেওয়ার পর হাত খালি।
রিনিঝিনি নেই হঠাৎ বেজে ওঠার।
চুপ করে যাই। যতদূর দৃষ্টিপথ ততদূর নীরবতা।
গলাজল থেকে মুখ তুলে খুঁজি, নেই---
আভাসে, ইঙ্গিতে কোনও মায়াছল স্পর্শের।
জানলার পাশে কাঁটাগাছ আজকাল, ভয় আর দ্বিধা।
পাখিগুলো আসে না সকালে, বিকেলে সূর্যডোবা আলো ফিরে যায়।
অচেনা দৃশ্যপটে বেমানান প্রতিকৃতিও।
ভারী হয়ে থাকা কুয়াশায় নিয়ন্ত্রনহীন নেমে যাচ্ছি, অতল...
অশ্রুগ্রন্থির কাছে সমুদ্রজল হেরে ভূত।
ঢেউ এসে ফিরে যায়।
ভেজা বালি শরীরে জড়িয়ে
পুরনো কেল্লার মতো পরিত্যক্ত বাতিহীন ভুতুড়ে সময়
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴