ইচ্ছে/চন্দ্রানী চৌধুরী
ইচ্ছে
চন্দ্রানী চৌধুরী
ইচ্ছে করে আধো আলোয় নীরব ঘাসের সাথে
শুনি শিশিরের টুপটাপ
আকাশনীল চাদরে পাতা সাদা মেঘের বালিশে
ঘরকন্না সাজাই
গায়ে মেখে নিই আশ্বিনের মায়াবী রোদ
ইচ্ছে করে মাতাল হাওয়ায় কাশের দুলুনিতে
গা ভাসাই
পদ্ম কুঁড়ি থেকে ফুটে ওঠা ফুলের উত্তরণ
দু চোখ ভরে দেখি
মায়া ছড়াই উঠোন জুড়ে শিউলি ফুলের সংসারে
ইচ্ছে করে মহালয়ার ভোরে যা দেবী সর্বভুতেষু স্তুতি
গেয়ে উঠি উদাত্ত কন্ঠে
খড় কাঠামোর ওপর ভিজে মাটির প্রলেপ দিয়ে
গড়ে তুলি মৃন্ময়ী মা কে
নিমগ্ন হই নানা রঙের কারুকাজে
ইচ্ছে করে গর্জন তেলের আলোয় আর তুলির টানে মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ দেখি
মায়ের অকাল বোধনে ঢাকের তালে
ফিরিয়ে আনি হারানো ছন্দ
পাওয়া না পাওয়ার দোলাচল ভাসাই অকূলে
ইচ্ছে করে এভাবেই ইচ্ছেগুলোকে বাঁচিয়ে রেখে
আলো ভরে রাখি জীবনে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴