আয়না
আয়না
পার্থ সারথি চক্রবর্তী
(১)
একতাল মাটি, জল মিশিয়ে
মূর্তি হয়ে উঠেছিল।
ছুঁয়ে দিয়েছিল প্রাণবন্ত হাত।
সঞ্চারিত হয়ে ওঠে অনুভূতির গভীর সাগর।
তবু আত্মারা আত্মীয় হয়ে ওঠে না।
(২)
বহুদিন পর চর্চা হল চর্যাপদের।
দশ দণ্ড সময় ব্যয় হল অক্লেশে।
তেল পুড়ল এক মণ।
পথভ্রষ্ট পথিক তবু পথ খুঁজে পেল না।
দেখা হয়েছিল সেদিন পাঁচমাথার মোড়ে।
(৩)
ছোট্ট নদীটির গা বেয়ে আজো বয়ে যায়।
জল। সঙ্গে অফুরন্ত আশার এক ঝলক।
চোখ ঝলসানো নয়! নয়নাভিরাম।
বসে থাকি সবাই তার পাশে।
একপাহাড় ভালবাসা বুকে নিয়ে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴