আশ্রয়/সুদীপা দেব
আশ্রয়
সুদীপা দেব
যতবার তোমার কথা মনে পড়ে
পাহাড়ের কাছে ছুটে যাই
কোন পাহাড়ি নদী ছুঁয়ে আসা ঠান্ডা বাতাস
তোমার রেশমি আঁচলের মতো গভীর
ওম মণিপদ্ম হাম মন্ত্র লেখে
একফালি চাঁদ তখন আকাশের গায়।
আমি শান্ত নির্বাণধারী হই
তারপর বুকে আমার আলো
আরো সংযমী আলো জমা হয়!
তোমায় ভালোবাসতে চাইলে
আমি পাহাড়ের পা ছুঁয়ে বসি
বৌদ্ধ মন্দিরে শান্তির পতাকায় মিশে
ভেসে যায় আমার ভালোবাসা নিশব্দ কথা
তোমার জন্য রাখা এক গুচ্ছ ফুলের সুবাসের মতো।
তারপর বাতাস জুড়ে শুধুই সুগন্ধী আয়ু।
যতবার তোমার কাছে যেতে চাই
সংসার নদী সংসারী-রমণী অরণ্য পেরিয়ে
পাহাড়ের কাছে নতজানু হই
ঝুরো ঝুরো মেঘ আমায় শুদ্ধ করে
আগামী কয়েক শতাব্দী
আমি শুধু তোমার হয়ে যাই।
পাহাড়ি বুনো ফুলের হার গলায়
তোমার জন্য
আজীবন নির্বাক সন্ন্যাসী হতে চাই
শুধু তোমার জন্য আমি পাহাড়ের কাছে যাই।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴