সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
22-October,2023 - Sunday ✍️ By- রানা সরকার 283

আশ্বিনের বাউল/রানা সরকার

আশ্বিনের বাউল
রানা সরকার 

তুমি জেগে আছো এখনও আধো জ্যোৎস্নার দূরের এই মুগ্ধ চরাচরে – 
এখানে অরণ্যের উপরি আকাশটাকে  দৃশ্যত স্পর্শে, দুচোখে ভরে নিয়েছো বুনো জোনাকির আলো ঃ 
আঁধারের সংগোপনে মিলিত আজও তুমি রয়েছো ভগ্ন অনুভবে ; 
আশ্বিনের মেঘ মিশেছে এসে নিবিড়ে নির্জনতায়, দেহাতি রাত্রি ফেরায় নিঃসঙ্গ কালো।

গ্রামীণ ধূপগুড়ির মফঃস্বলি হাওয়া পুব পাড়ার পান্থ নিবাসকে শীতল রেখেছে মাদলের রাতে – 
আশ্বিনের এই নিরুদ্দেশ মেঘ ঝড় শেষে বৃষ্টির অপেক্ষায় জেগেছিল শ্যামাশ্রী প্রহরে – 
এখানে সীমিত আঁধার , ভবঘুরে নদীটির মৃদু কলরোল জল্প্রলাপের শব্দে দূরের সমতটে –
এখানেই আঁধার ভাগ হয়, একক বাগানে জ্যোৎস্না হাঁটে ধীরে । 

মেঘ মুলুকের টুকরো আকাশ থেকেছে আনমনা বিষন্ন কোথাও  , মুছে দিয়েছে নীল আরণ্যক ছায়া – 
ঘন বাদলের রাত এনেছিল দুর্যোগের অশান্ত প্রলাপ , বনস্থলীর উঠোনে জল উৎসব এনেছে মুখর হাওয়া - ,
এই ঝড়ের রাতে আঁধারকে ভাগ করে দিগন্তের অচেনা রেখা , সুখী যাপনের চেনা অভয়া –  
উত্তীর্ণ পরবাস , ঝড়ের অনেক পরে কোথাও দূরের মাদল শব্দে ভাসে ক্ষমা ।

পরবাসে শ্রীময়ী জ্যোৎস্না কাঁদে নদী উপকূলে , শব্দে কাঁপে বিলম্বিত রাত –
এখানে দোতারায় কান্না ফেরে , আদুরে জলঢাকার চর জ্যোৎস্নায় জাগে ঘুমের তেপান্তরে –
দরবেশ কালাচাঁদ তারপর এতদিন ফেরেনি শহরে , ফিরে গেছে কামরূপ এক্সপ্রেস দূরের দেহাতে -,
শারদ সকালে শিউলির মৃত ঘ্রাণ সকরুণ ছড়িয়েছে ক্রমে রুগ্ন হতাশ, বিপরীত প্রবাসে ।

ঝড়ের অনেক পরে আশ্বিনের মেঘ ফিরেছে আবার , মেঘ কালো রাত প্রয়াত হয়েছে এক একেকটি প্রহরে –
এখানে শোক সন্ত্রাসে জীবনের কালশুদ্ধি চেয়েছে দরবেশ আকালের দিনে ;
নদী আজ অরণ্যের সঙ্গে মিতালি করেছে ভাঙনের তীরে , অলস দুপুরে মেঘ সঙ্গ নিয়েছে বাউল –
মেঘ ফেরে আকাশের পথে , ছায়াঘন রাত্রির ধূসরে একতারা কেঁদে ওঠে দূরের বনবহলে। 

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri