আলোর বৃত্ত গড়ি/অর্পিতা মুখার্জী চক্রবর্তী
আলোর বৃত্ত গড়ি
অর্পিতা মুখার্জী চক্রবর্তী
ফেরিওয়ালার আলোর ঝাঁপিখানি
ফেরি করে নানান রঙের আলো,
আগলে নিয়ে মুঠোয় আলোর তোড়া
এক নিমেষে উধাও আঁধার কালো।
সদ্যজাতর প্রথম ছোঁয়ায় মন
যে নিবিড় আলোর বানে ভাসে
উপমা তার আর কিছুতে নেই
এ জগতের অযুত আলোর পাশে।
প্রথম দেখা পাহাড়, মরু, সাগর
চোখের তারায় যেমন আলো আনে
কিংবা ফিরে দেখা কিশোরবেলা
বিকেলবলার আলোর মাঠে টানে।
জীর্ণ মুখে মায়ের আলো হাসি
প্রবাসীদের ঘরে ফেরার সুখ..
এমন আলো দাম দিয়ে যায় কেনা?
এমন আলোয় উদ্ভাসিত বুক।
উজাড় করা ভালোবাসার আলোয়
মন গহীনে গোপন অলীক সুখ..
বিনিময়ে আঘাত বুকে নিয়েও
লক্ষ প্রদীপ জ্বালায় হাসিমুখ।
কৃতিত্বে আর গৌরবে যে আলো
সোনা হয়ে ছড়ায় চারিধার
বহুমূল্য হীরে মানিক ফিকে
অমূল্য সেই রত্নভান্ডার।
মনুষ্যত্বে, মহত্বে যে আলো
আলোর খনির আলো হয়ে ঝরে
আলোর পথিক চলে সমুজ্জ্বল
আপন আলোয় আলোর প্রাসাদ গড়ে।
পৃথিবী আজ এমন আলোয় সাজুক
কপাল জুড়ে দীপ্ত আলোর টিকা,
সুন্দর এক আগামীর আশ্বাসে
বিজয় তিলক আলোর আঁখরে লেখা।
গলায় দুলুক মৈত্রী চন্দ্রহার
আলোঝরা সেই মালায় গাঁথা ফুল,
অভিন্ন দুটি কানের দুলের দীপে
চির ঐক্যের বাসনা আকুল।
হাতের চুড়ির বেলোয়ারী রিনিঝিনি
উন্মুখ হোক সদা সাম্যের গানে,
সদভাবনার স্বপ্ন কাজল চোখে
আলোকিত মন চলুক সমুখ পানে।
এমন আলোর অলংকারে সেজে
আলোময় হোক পৃথিবীর অলিগলি,
স্বপ্নপূরণে আলোর মুকুট পরে
রঙিন হোক শুভ দীপাবলি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴