সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
01-September,2024 - Sunday ✍️ By- অমিতাভ গোস্বামী 168

আলোর পথযাত্রী/অমিতাভ গোস্বামী

আলোর পথযাত্রী 
অমিতাভ গোস্বামী
--------------------------

চির আধুনিক চির লড়াকু তোমাকে 
কখনো হারতে দেখিনি 
জমিদার কন্যা ভালোবেসে 
বিয়ে করেছিলে গরিব শিক্ষককে 
তারপর যা হয়
 নুন আনতে পান্তা ফুরানোর গল্প 
তবু কখনো মানসিকভাবে পিছিয়ে পড়তে দেখিনি তোমাকে
নিজের চাহিদাকে সামর্থের মধ্যে বেঁধে 
কিভাবে হাসিমুখে থাকা যায় 
তা তোমার কাছেই শিখেছি।

সাক্ষাৎ প্রতিমার মতো দেখতে তুমি 
যখন কয়লা উনুনে রাঁধতে বসতে 
আগুনের আঁচে রাঙা হয়ে উঠতো তোমার মুখ 
তবু তুমি গাইতে -
'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে..।'

দুপুরে সামান্য বিশ্রামের সময়েও
চোখ রাখতে গল্পের বইয়ে, সংবাদপত্রে 
মনকে আলোকিত রাখতে বই ই একমাত্র সঙ্গী 
এ কথা তোমার কাছেই শেখা।

শত সহস্র কাজের মধ্যেও প্রতি সন্ধ্যেবেলা 
হারমোনিয়াম নিয়ে গাইতে বসতে
আমরাও গলা মেলাতাম -
'মুক্ত করো ভয়, আপনা-মাঝে শক্তি ধরো, 
নিজেকে করো জয়.....।'

 ছেলেবেলা সাঁতার শেখাতে নিয়ে যেতে তুমি 
আমাকে পিঠে করে সাঁতরে পুকুর পার হতে  
আমি ভয় পেলে বলতে-
                              'ভয় কিরে আমি আছি না!'
সেই থেকে দীর্ঘ যাত্রা পথে 
 তোমার অভয় বাণীই আমার শক্তি ।

দগ্ধ দিনে দুঃসহ রাতে 
তোমার স্নেহ সিক্ত মঙ্গলময় করস্পর্শই 
এখনো আমাকে আগলে রাখে। 
মা,তুমিই আমার চির প্রণম্য মহীয়সী নারী।
এই কলুষিত সময়ে তোমাকেই আঁকড়ে ধরি বারবার 
' ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি 
                       এখানে থেমোনা......।'
          

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri