আলোকময়/দেবদত্তা
আলোকময়
দেবদত্তা
_________
স্বর্গ চাইতে গিয়ে যদি নরকের সন্ধান পাই
তাকে উপেক্ষা করে এগিয়ে যাব
সে সাধ্য হয় কি করে!
যীশু তুমিও তো এসেছিলে
আলোর দরজার খোঁজ দিতে।
তোমার আগে ও পরেও তো
অন্ধকার রইল টিকে।
বসুন্ধরার পিঠ ফুঁড়ে বেরিয়ে আসে লাভা
গনগনে আঁচে পা পুড়ে যায়
সুশীতল জলের হাতছানিতে
চলতে থাকি, পেরিয়ে যাই
মরুর পর মরু, রুক্ষ দুস্তর পথ
তোমাকেই তো স্মরণ করি
এক তারা খসা রাতে বুকে হাত রাখি
সেই পবিত্র রাত অগোচরে থাকে।
বন্ধ চোখের মধ্যে প্রশান্তির গন্তব্য
যীশু এক নাম নয় শুধু
আলোর আকাশে আলোর পাখি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴