আরণ্যক/শুক্লা রায়
আরণ্যক
শুক্লা রায়
----------------
তবুও নৌকো ভাসাই
অরণ্যের হৃদয় ছুঁয়ে যে নদী, তার বুকে।
তার বুকেই ছেড়ে দিই আমার
পালতোলা রূপোর নৌকোটি।
আকাশে ছাই রঙের মেঘ
জলের উপর তার নিবদ্ধ ছায়ায়
আমিই ভাসি।
বৃষ্টি শেষের কিশোরি আলোয় তখন
ছেয়ে আছে শাল-সেগুনের ঘন বুক
ভেতরে সবুজ অন্ধকার।
মায়াবী স্বপ্নের এক আশ্চর্য ভুবন ছুঁয়ে
ধীরে ধীরে রাত্রি জাগে পুরনো মাদলের ছন্দে।
এসব আমার নিজস্ব রূপকথা,
কেননা আমারই নোটবুক থেকে গড়িয়ে নামে বিষাদ।
অরণ্যের শরীর ছুঁয়ে ছুঁয়ে
জাগিয়ে রাখে কান্নার মতো এক
ভালো থাকার সুখ।
বাতাসের বুকে তখন
অসহ্য দরিয়ার টান।
দোতারার নিজস্ব আবাহন ছড়িয়ে যায়
অরণ্যের বুনো অন্ধকারে।
সে মায়ায় নদীটিও নূপুর থামিয়ে
স্তব্ধ হতে জানে!
ঝিম ঝিম রূপকথায় শরীর ডুবিয়ে
অরণ্যের বিশাল বুকে বুক ছোঁয়াতে জানে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴