আরণ্যক/উমা শঙ্কর রায়
আরণ্যক
উমা শঙ্কর রায়
------------------
শুধু কি একঘেয়েমি নগরায়ণ থেকে
একটু ঘুরতেই আসা
তাহলে, এই জঙ্গলের পথে এলে
কি যেন নেমে আসে বুকে---
অচেনা বনবীথির মাঝে হঠাৎ মিশে যায়
চেনা যৌবন ও শৈশব।
জংলী ঝোরায় নামলে কি যেন ছুঁয়ে যায়
ভেতর ভেতর-
এই সবুজ যত ঘন হয়,
ততটাই অবুঝ হই পাল্লা দিয়ে--
দীর্ঘ শাল চিকরাশির বাকলে হাত বুলিয়ে
জেগে ওঠে সেদিনের নিরাপত্তার পরশ।
নাড়ীর টান না হলে কি এ সম্ভব?
বুঝতে পারি এখানেই প্রোথিত ছিল শেকড়।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴