সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
24-September,2023 - Sunday ✍️ By- ভুবন সরকার 293

আমি পটকা হতে পারিনি/ভুবন সরকার

আমি পটকা হতে পারিনি
ভুবন সরকার

না আজো বড় হয়ে উঠতে পারিনি বাবা
জীবনের উনচল্লিশটা বসন্ত পেরিয়ে এসেও
আমার বড় হয়ে ওঠা হয়নি 
শৈশবে তোমার সুরে সুর মিলিয়ে পড়তাম-
"আপনারে বড় বলে বড় সেই নয়
লোকে যাকে বড় বলে বড় সেই হয়।"

তোমার পটকার কথা মনে আছে বাবা, পটকা ? 
আরে ঐ যে রেল ওভার ব্রীজে যে ছেলেটা 
তের বছর বয়সে এক ব্যবসায়ীকে খুন করেছিল,
যে ছেলেটাকে আমার পুরানো পোষাক পরিয়ে 
স্কুলে পাঠিয়ে  মানুষের মতো করতে চেয়েছিলে
সেই পটকা আজ মস্ত মানুষ হয়েছে বাবা।

তুমি বলতে - শিক্ষাটা মানুষের কাছে বড় প্রয়োজন,
দু বেলা না খেয়ে থাকা যায় কিন্তু না পড়ে.... ?
কেবল মনে হয় কিছু একটা অসমাপ্ত রয়ে গেছে
আর সেই অসম্পূর্ণকে সম্পূর্ণ করার ক্ষুধা নিবারণ করতে বুভুক্ষের মতো গোগ্রাসে যা পাবে পড়বে
ক্ষুধার্ত, খাদ্যের জাত মান বিচার করে খায় না ।

পটকা আমার মতো হয়ে উঠতে পারেনি বাবা
আমিও পারিনি পটকার মতো হতে
নিজের বোধবুদ্ধির সীমানার বাইরে যাইনি ভুলেও
কোনদিন সুযোগই আসেনি নিজেকে যাচাই করার
পটকাদের নিজেকে যাচাইয়ের সুযোগ আছে
তাই অন্ধকার সুরঙ্গের পথে ওরা দ্রুত বড় হয়‌ে যায়।

জান বাবা, তোমার নাতিটাও ঠিক তোমার কার্বন কপি হয়েছে,
ওর মধ্যে আমি তোমাকে, তোমাকেই দেখতে পাই।
তোমার জীবন দর্শণকে একাগ্রে আঁকড়ে ধরে 
অভাবী জীবনে তোমার সেই বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছি, 
অথচ দ্যাখো বাবা আমি তো আজও বড় হতে পারিনি
আমি পটকা হতে পারিনি বাবা।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri