আমি আর হলুদ বাড়ি/অমিতাভ দাস
আমি আর হলুদ বাড়ি
অমিতাভ দাস
দেওয়াল ছুঁয়ে যায় সময়
আর কমলা রঙের রোদ ফিরে যায় আসে
ঋতু বদলের সাথে কৃষ্ণচূড়া
আর জারুল ফুলের মুগ্ধতা
রেখে যাওয়া গন্ধটুকু মেশা আপনজনের হলুদ বাড়ি
দিন শেষে সন্ধে হলে পাখির মতো ঘরে ফেরা
মায়া, মমতা, স্নেহ, রাগ, অভিমান, আবদার, আহ্লাদে মুঠো মুঠো ভরা আমার প্রিয়জন আর আমি
সময়ের সাথে কখনো মনের বদল ঘটে
সম্পর্কের রোজ নামচায় গড়ে উঠা অক্ষর কখনো মুক্তি চায় আবার কখনো আষ্টেপৃষ্টে বেঁধে রাখে
আলোর চেয়ে উজ্জ্বল এই সম্পর্কের রঙ,
বড় শক্ত তার বাঁধন
কখনো ধূসর রঙের ফাঁকে উঠোন জুড়ে চাঁপা ফুলের গন্ধ আর তুলসীতলায় প্রদীপের আলো
কিছু কিছু সম্পর্কে আমরা বাঁচি, আমি বাঁচি
যাদের সাথে রোদ্দুরে-ছায়ায় বড় হই, পথ চলি।
জীবন যে পরিকল্পনা মাফিক চলে না
হঠাৎ করে সব ওলোটপালোট হয়
আমি কি পেলাম না তার চেয়েও বড় কি কি পেলাম
তবুও সমস্ত প্রাপ্তির পরে একলা হলে
এক টুকরো শিশুর হাসি, শিশুমন বসন্ত সোহাগ
দু হাতে ভালোবেসে জড়িয়ে ধরি
ঘর জুড়ে নতুন প্রজন্মের আলোয় চন্দ্রমল্লিকা ও
করবী ফুল হেসে উঠে
নতুন ভোরে জীবন এগিয়ে চলে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴