আমার সবুজ ভালোবাসা/উমা দত্ত
আমার সবুজ ভালোবাসা
উমা দত্ত
চির সবুজেষু প্রিয় ডুয়ার্স
কেন জানি না আজ হঠাৎ তোমাকে চিঠি লিখতে ভীষণ ইচ্ছে হল! ইচ্ছে যখন হল তখন আর দেরি করি কেন তাই না?
এই শোন না ......এ বাব্বা! তুমি সম্বোধনের বদলে একেবারে তুই বলে ফেললাম! সে যাক গে, প্রায় একটা বছর তোর কোন খবর নেওয়া হয়নি তাই হঠাৎ করেই বসন্ত শেষে তোর জন্য মনটা কেমন উদাস হয়ে গেল তুই কেমন আছিস বল না রে? অবশ্য আন্দাজ করতে পারছি তুই বেশ ভালোই আছিস, কারণ তোর সমস্ত শরীর জুড়ে এখন অষ্টাদশী রূপসীর শেষ বসন্তের শিমুল পলাশ কৃষ্ণ চূড়া আম্রমুকুলের সৌরভ সেই সাথে পরিযায়ী পাখির নিজস্ব ভাষা, কাঁচা মিঠে রোদ্দুর আর দখিনা বাতাসের সোহাগী প্রলেপ।
তুই তো জানিস সেই যখন ছোট্টটি ছিলাম একটু একটু করে সবকিছু যখন বুঝতে শিখলাম ...তখন থেকেই তোর শ্যামল বন্য রূপ, তোর শরীরের সোঁদা গন্ধ আমাকে কেমন যেন নেশাগ্রস্ত করে তোকে ভালোবাসতে বাধ্য করেছে আর সেই ছোট্টবেলার ভালোবাসা ক্রমশ গাঢ় হতে হতে আরও গভীর শিকড়ে পৌঁছে দৃঢ় বন্ধনে বাঁধা পড়ে গেছে।
ছোটবেলার শাদা ফিতেয় পনিটেল বাঁধা চুল শাদা ইউনিফর্ম ... স্কুল জীবনের চৌহদ্দি থেকে আজ এই পরিনত বয়সের উঠোনে দাঁড়িয়েও তোর রূপ লাবণ্যের এতটুকু হেরফের হতে দেখিনি। সেই তখনকার তুই আর এখনকার তুই রূপের তারুন্যে সবুজ সৌন্দর্যের শ্যামলতায় চির যৌবনা হয়েই রয়ে গেছিস ... তাই তো সবাই তোর নামকরণ করেছে সুন্দরী ডুয়ার্স। ডুয়ার্স তুইও জানিস যে তোকে ভালো না বেসে থাকা যায়না ... যে একবার তোর স্নিগ্ধ রূপের সান্নিধ্যে এসেছে সে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে তোর জাদুকরী সৌন্দর্যের মায়া জালে ..... আর তুই তোর নয়নাভিরাম প্রাকৃতিক রূপের মায়াবী চুম্বক আকর্ষণে তোর কাছে টেনে আনতে বাধ্য করেছিস হাজারো নৈসর্গ পিয়াসী নান্দনিক প্রাণ।
আমি তো তোর সবুজ অরণ্য পাহাড় পাহাড়ি নদী চা বাগান ঘেরা অনিন্দ্য সুন্দর রূপের মায়া জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, ভালোবেসে গেছি . .. আর আজীবন ভালোবাসবোও।
এই ডুয়ার্স শোন না .... তোর সানুতটে তোর কোলের কাছে তোর শরীরারণ্যের ভেষজগন্ধী নির্যাসের সুঘ্রাণ শ্বাস প্রশ্বাসে ভরে নিয়ে এই তো বেশ ভালো আছি রে।
তুই এভাবেই ডুয়ার্স রাণী হয়েই ভালো থাকিস আর আমিও তোর রূপ মুগ্ধ প্রেমিক হয়ে আজীবন ভালো থাকতে চাই।
ইতি
তোর রূপমুগ্ধ প্রেমিক
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴