আমার সঙ্গে যাবে?/আবীরা সেনগুপ্ত
আমার সঙ্গে যাবে?
আবীরা সেনগুপ্ত
-------------------------
প্রিয় সখা,
রাত পোহালেই আপনার জন্মদিন। জন্মদিনের পরও জন্মদিন ফুরায় না।আমার কাছে প্রতিদিনই আপনার জন্মদিন। আপনি যে শেষ আশ্রয়..
সেই কিশোরী বেলায় বিশ্বকর্মা পুজোর দিনে পাড়ার নতুন বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলছে,চাঁদিয়াল টা পাত্তাই পেল না, আর ওদিকে ভোকাট্টা ভোকাট্টা বলে কি চিৎকার আপনার!
তারপর বাণীবন্দনার দিনে আমাদের মহিলা কলেজের সামনে গায়ে রোদ জড়িয়ে কেন দাঁড়িয়ে ছিলেন??
ও বুঝেছি... কোন নদীর অপেক্ষায়??
ঘুরতে আমার খুব ভালো লাগে জানেন? এখনো কত জায়গা ঘোরা বাকি... বাংলাদেশের পদ্মাতীরবর্তী জায়গায় ঘুরব বলে পাসপোর্টও বানিয়ে রাখলাম।দেশের ভিতর কাশ্মীর, কুলু-মানালী, রাজস্থান এখনো ঘোরা হয়নি। অথচ সময় চলে যাচ্ছে। এবারের পুজোতে কাশ্মীর যাবার ইচ্ছা আছে। আমার সহযাত্রী হবেন? তাহলে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলি? এডভান্সড বুকিং করতে হবে যে....
এরপর থেকে আপনাকে যদি তুমি বলি, তাহলে আগের নারীদের মতোই ভালোবাসবেন তো সেই একইভাবে? রবীন্দ্রনাথ!
ইতি
চির সহযাত্রিনী
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴