আমার শ্রাবণ/কেয়া সরকার
আমার শ্রাবণ
কেয়া সরকার
শ্রাবণ যেন অষ্টপ্রহর, শ্রাবণ যেন নারী---
তোমার সাথে হাত বাড়ালেই বন্ধু হতে পারি।
শ্রাবণ আমার মনখারাপের মেঘলা দুপুর বেলা ;
শ্রাবণ আমার কুলফিরতি মিষ্টি ছেলেবেলা। শ্রাবণ আমার ছেলেবেলার হাজারটা খুনসুটি ---
শ্রাবণ আমার অকারনেই হাসির লুটোপুটি।
শ্রাবণ আমার কিশোরী প্রেম মনের ভিতর রাখা
শ্রাবণ আমার অবুঝ প্রেমের স্বপ্নগুলো আঁকা।
জলরঙেতে ধুয়ে দেওয়া জলছবির এক প্রেমী,
সবার ফাঁকে লুকিয়ে রাখা আজও ভীষণ দামি। শ্রাবণ আমার না বলা এক ডাইরি ভেজা পাতা
ওই শ্রাবণই ভরসা যেন প্রখর রোদের ছাতা।
শ্রাবণ আমার তপ্ত রাতের অঝোর ধারার জল,
শ্রাবণ আমার ছেলেবেলা - করছে যে টলমল !
শ্রাবণ আমায় বইয়ে নেবে এমন হতে পারে?
ক্লান্ত মেয়েটা ঘুমিয়ে পড়ুক সুখ সাগরের ধারে --
শ্রাবণ যেন বৃষ্টি নামে মনের ভিতরটাতে,
দিন লুকিয়ে রাত্রি কাঁদে নিঝুম স্তব্ধতাতে ----
শ্রাবণ যেন বৃষ্টি ভেজা বিষণ্ণতার চোখ ,
মনের ভিতর নিয়মগুলো উথাল পাথাল হোক
শ্রাবণ আমার ছেলেবেলার একটা পেপারবোট
শ্রাবণ আমার কিশোরীদিন, বৃষ্টি ভেজা ঠোঁট
শ্রাবণ আমার বৃষ্টি নামা মেঘমল্লার রাগ ---
শ্রাবণ, ওদের নতুন প্রেমও বর্ষা ভেজা থাক ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴