আমার ভালো থাকার উপাখ্যান/নন্দিতা বটব্যাল
আমার ভালো থাকার উপাখ্যান
নন্দিতা বটব্যাল
বিষাদের দেয়াল যতই উঁচু হোক,
আমি খুঁজি সুখের এক টুকরো দরজা।
অন্ধকার যতই পথ আড়াল করুক,
আলো ঠিক দেখায় আমায় দিশা।
যত না-পাওয়া আর যত ব্যথা,
সবই শিখিয়েছে জীবনের মানে।
অভিযোগ নয়, কৃতজ্ঞতায়,
ভরেছে আমার ঝুড়ি প্রতিক্ষণে ।
ভোরের প্রথম আলোয়
এক টুকরো দখিনা বাতাসে,
সবুজের মাঝে, প্রকৃতির কোলে
জীবনের ছন্দ যেন ফিরে ফিরে আসে।
পরিবারের হাসি, বন্ধুত্বের ছোঁয়ায়
আমার সন্তানের নিষ্পাপ মুখে,
ছোট ছোট মুহূর্তের ভালোবাসায়
আমার ভালো থাকা বেঁচে থাকে।
নতুন ছাত্রছাত্রীদের গড়ে তোলায়
আমার কাজ, আমার আত্মপরিচয়ে,
জীবনের অর্থ খুঁজে পাই নতুন করে
তাদের স্বপ্নে এক টুকরো ছোঁয়া হয়ে।
জীবনের সব খারাপ ফেলে,
ভালো থাকার গল্প লিখি তাই ,
আলোর পথে, শান্তির খোঁজে,
নতুন নতুন উপাখ্যান গড়ে যাই।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴