সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
31-December,2023 - Sunday ✍️ By- শ্রাবণী ভট্টাচার্য 304

আমার আমি/শ্রাবনী ভট্টাচার্য

আমার আমি
শ্রাবনী ভট্টাচার্য 

 আমার আমি যে কেমন তা আর ভেবে দেখা হয়নি আজও। আমি কেবল একটার পর একটা পোষাক পরেছি আর খুলেছি। কখনও সেজেছি নিজের ইচ্ছেমতো কখনও বা নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও।কখনো আমি রোদে পুড়তে পুড়তে জ্বলন্ত কাঠ হয়েছি। কখনো অতি বর্ষায় শ‍্যাওলা ধরেছে আমার গা'য়। কখনো আমি মেঘের মতো গম্ভীর হয়েছি, কখনো বা বৃষ্টির মতো কোমল। কখনো হয়েছি বসন্তের পলাশ, কখনো বা হেমন্তের নিরাভরন ধানক্ষেত। কখনো মেঠো আনন্দের স্রোতে ভাসিয়ে দিয়েছি নিজেকে,কখনো বা শপিং মলের দারুণ কেতায়  খুঁজতে চেয়েছি অহমিকার জ্বালানি।কখনো নিঃশর্তে আত্মসর্মপন করেছি, কখনো বা নিতান্ত উদাসীন থেকেছি। আমার কোনও প্রেমিক আদৌ ছিল কিনা আমি জানি না। তবু আমি আজও বার বার প্রেমে পড়ি। তোমাকে ছুঁতে পারব না জেনেও তোমার দিকে তাকালে আমার নৌকাডুবি হয়। আবার কখনো বা সেই তোমাকেই আমার ভীষণ অসহ‍্য লাগে।
আমি এখনো অকারণে বালিশে মুখ গুঁজে কাঁদি।
আমি এখনো ডাইরির পাতা ভরাই এলোমেলো অক্ষরে। আমার আমিকে বুঝতে পারি না বলেই আমি অন্ধকারে সাঁতরাই অন্তবিহীন পথ। আগুনের লেলিহান শিখার দিকে নিষ্পলক আমার শরীর নিরন্তর লুকোচুরি খেলে হাজার আমির ভীড়ে।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri