আমার আমি/শ্রাবনী ভট্টাচার্য
আমার আমি
শ্রাবনী ভট্টাচার্য
আমার আমি যে কেমন তা আর ভেবে দেখা হয়নি আজও। আমি কেবল একটার পর একটা পোষাক পরেছি আর খুলেছি। কখনও সেজেছি নিজের ইচ্ছেমতো কখনও বা নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও।কখনো আমি রোদে পুড়তে পুড়তে জ্বলন্ত কাঠ হয়েছি। কখনো অতি বর্ষায় শ্যাওলা ধরেছে আমার গা'য়। কখনো আমি মেঘের মতো গম্ভীর হয়েছি, কখনো বা বৃষ্টির মতো কোমল। কখনো হয়েছি বসন্তের পলাশ, কখনো বা হেমন্তের নিরাভরন ধানক্ষেত। কখনো মেঠো আনন্দের স্রোতে ভাসিয়ে দিয়েছি নিজেকে,কখনো বা শপিং মলের দারুণ কেতায় খুঁজতে চেয়েছি অহমিকার জ্বালানি।কখনো নিঃশর্তে আত্মসর্মপন করেছি, কখনো বা নিতান্ত উদাসীন থেকেছি। আমার কোনও প্রেমিক আদৌ ছিল কিনা আমি জানি না। তবু আমি আজও বার বার প্রেমে পড়ি। তোমাকে ছুঁতে পারব না জেনেও তোমার দিকে তাকালে আমার নৌকাডুবি হয়। আবার কখনো বা সেই তোমাকেই আমার ভীষণ অসহ্য লাগে।
আমি এখনো অকারণে বালিশে মুখ গুঁজে কাঁদি।
আমি এখনো ডাইরির পাতা ভরাই এলোমেলো অক্ষরে। আমার আমিকে বুঝতে পারি না বলেই আমি অন্ধকারে সাঁতরাই অন্তবিহীন পথ। আগুনের লেলিহান শিখার দিকে নিষ্পলক আমার শরীর নিরন্তর লুকোচুরি খেলে হাজার আমির ভীড়ে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴