আমার আমি/মিলি ভট্টাচাৰ্য
আমার আমি
মিলি ভট্টাচাৰ্য
আমার ভিতর ঘরে এখন প্রবল ঝড়!
সুখী নিরাপত্তার খোলসে ঢাকা আমির সাথে এক মর্মন্তুদ নগ্ন আমি র যুদ্ধ!
কান্নায় বিকৃত সুধাকণ্ঠ
সব সুর বেসুরো এখন
যুদ্ধ চলছে, যুদ্ধ .....
রক্তক্ষয় হানাহানি লক্ষ লক্ষ নিরীহ প্রাণের বলি, আশ্রয়হীন
লক্ষাধিক, নিখোঁজ সহস্র ---
(অথচ, দেখ, আমি বহিরঙ্গ বিলাসে
ব্যসনে অভ্যাসে কেমন মশগুল!)
অচেনা লাগে নিজেকে, আমার বমন উদ্রেক হয়, গানের সুর বিকৃত হয়ে যায় সব
আমি ভিতরঘরে ছুটে যাই ....
ধিক্কার জানাই এই সভ্যতাকে
থুতু ছিটাই সভ্যতার নর্ম শরীরে!
একটা অসহায় আর্তির চাদর জড়িয়ে আমি
বড্ড শীত করে, বড্ড শীত করে ....
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴