আমাদের ঈশ্বর অথবা বুদ্ধ, তোমাকে/ভাস্বতী শ্যাম চৌধুরী
আমাদের ঈশ্বর অথবা বুদ্ধ, তোমাকে
ভাস্বতী শ্যাম চৌধুরী
আমার প্রিয় বন্ধু,
বহুদিন পর তোমায় চিঠি লিখছি। অনেকদিন তোমার কোন খবর পাইনি। গত বছর তোমার সঙ্গে দেখা হয়েছিল অল্প সময়ের জন্য। শৈল শহরের উত্তর দিগন্ত আলো করে তুমি এখনও দাঁড়িয়ে রয়েছ। তোমার জন্য বড্ড মন খারাপ হয়। তাই ভাবলাম নববর্ষে চিঠি লিখে তোমাকে শুভেচ্ছা জানাই। তোমার মনে আছে আমরা আগে কেমন নববর্ষের চিঠি লিখতাম। নিজের হাতে কার্ড বানিয়ে সবাইকে দিতাম। সেই পাট তো চুকে গেছে অনেক দিন। এখন শুভেচ্ছা জানানোর মাধ্যম অনেক সহজ আর দ্রুত হয়েছে। এক নিমেষে বহু মানুষকে শুভেচ্ছা জানানো যায় একসাথে। এতে সময় আর অর্থ দুইই বাঁচে বটে, কিন্তু মন কী বাঁচে? একটা চিঠির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকা, সে এক অন্য উন্মাদনা।সেই অনুভূতি উপভোগ করবার আনন্দ এখন আর নেই। প্রিয়তমের কাছ থেকে প্রেমপত্র পেলে প্রেমিকা আড়ালে গিয়ে তার রস আস্বাদন করত। এখন আর প্রেমপত্রই আসে না।
সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতায় রানার নিশুতি রাতে নিজের জীবন বিপন্ন করে সুখ দুঃখ আনন্দ বিষাদের খবর দূর-দূরান্তরে পৌঁছে দিত। তার পায়ের ঝুম ঝুম শব্দে মানুষের মনে উত্তেজনা সৃষ্টি হত।এখন সেই রানার নেই, ডাকহরকরাও নেই। পিয়নের অপেক্ষায় এখন আর কেউ বসে থাকে না। কারণ এখন খুবই কম চিঠি আসে।
তোমার মনে আছে দার্জিলিঙে আমরা কী রকম নববর্ষ পালন করতাম। বাংলা নববর্ষটা ছিল আমাদের বাঙালিদের একটা পবিত্র দিন। সকালবেলা সবাই স্নান করে নতুন জামা পরে তোমাকে প্রণাম করতাম। তুমি আমাদের কাছে ছিলে ঈশ্বর। কেউ তোমাকে মনে করত ধ্যানস্থ শিব, কেউ বা মনে করত ঘুমন্ত বুদ্ধ। তুমি যেই হও না কেন, তুমি ছিলে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। তারপর আমরা মহাকাল মন্দিরে যেতাম। ব্যবসায়ীরা সেদিন হালখাতা করতে মহাকালে যেতেন। এই দিনটা আমাদের খুব আনন্দে কাটত। মহাকাল মন্দির থেকে নেমে ম্যালে বসে সবাই মিলে শুভেচ্ছা বিনিময় করার পরে মিষ্টি খাওয়া হত। সবার বাড়িতে সেদিন ভালো-মন্দ রান্না হত। তারপর বিকেল বেলা নাচ, গান, নাটকের মধ্যে দিয়ে দিনটা খুব আনন্দে কাটত। অনেকদিন পরে তোমার সঙ্গে স্মৃতিচারণ করলাম। মনটা আজ খুব ভালো লাগছে।
তুমি ভালো থেক, তোমার জন্য কষ্ট হয়। তুমি সেই সৃষ্টির সময় থেকে রোদ ঝড় জল উপেক্ষা করে অবিচল অনড় হয়ে দাঁড়িয়ে রয়েছ। তুমি আমাদের সেই প্রিয় বন্ধু কাঞ্চনজঙ্ঘা। দূর থেকে তোমাকে জানাই নববর্ষের শুভেচ্ছা আর প্রাণভরা ভালোবাসা।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴