আবদুল ভাই/মিলি ভট্টাচাৰ্য
আবদুল ভাই
মিলি ভট্টাচাৰ্য
গালে হপ্তার দাড়ি, চোখ কোটরে
ময়লা শার্টে দুটো বোতাম নাই
শক্ত বুকের খাঁচা পাঁজর উঁকি
শিরাফোলা হাতে পোড়া বিড়িটা জ্বালায়
ঐ চৌমাথায় রোজ রিকশা নিয়ে
সেই-ই পঞ্চাশ ছুঁই ছুঁই আবদুল ভাই l
দ্রুতগামী ঝকঝকে টোটো রাস্তায়
শহরের বুক জুড়ে দাপিয়ে বেড়ায়
সকাল থেকে রাত, দুটো কি তিনটে
সওয়ারি পেলেই জোর রিকশা চালায়
গলিটায় দাঁড়িয়ে বিড়িতে দুখ টান
অর্ধভুক্ত পেটে, আবদুল ভাই l
অসম যুদ্ধে আজ ধ্বস্ত আমরা
যার সঙ্গতি আছে সেইই রাজা হয়
বাকি সব হেরে যাওয়া জীর্ণ জীবন
দানে অনুদানে শ্বাসে বেঁচে রয় l
দিন থেকে রাত হয়, পকেট ফাঁকা
রিকশার হর্নটা কঁকিয়ে ওঠে
চটুল গানের কলি নিয়ন রাস্তায়
অভাগার কপালে শূন্য জোটে l
মাথা উঁচু করে বাঁচবার তাগিদে
প্যাডেলে পা তোলে, আবদুল ভাই
হাপরের মতো, ধুক পুক বুক
রিকশাটা আজও টানে আবদুল ভাই l
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴