আপোস/সুদীপা দেব
আপোস
সুদীপা দেব
কখনো কখনো মেনে নিয়েছি
আপোস করেছি যাবতীয় শ্লেষ
কত হাথরস, কত নির্ভয়া
মেনে নিচ্ছি বলো!
ইতিহাসের অলিন্দ গহ্বরে
চাপা দেওয়া মূক ঈশ্বরের ঘর
মানবতার চোখ বন্ধ হচ্ছে ধীরে ধীরে
কুয়াশা চাদরে ঢাকা কৃষকের অভিমান
সভ্যতার স্পর্শে কথা হারায় নদী
যখন সবাই শীতঘুমে
একলা জেগে সমকাল
এরপর কালো অক্ষরে লেখা হবে শিলাবৃষ্টির পংক্তি
হৃৎপিণ্ডে ক্ষরণ নিয়েও দিব্যি বেঁচে আছি ।
তবুও সাদা আলোয় জলতরঙ্গ সুর ওঠে
স্বপ্ন দেখি
উপগ্রহ থেকে সুনীতা ফিরবে
নতুন আলোয় মানুষ ভালোবাসবে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴