আত্মার টান নাকি চিরশত্রুতা/পার্থ সারথি চক্রবর্তী
আত্মার টান নাকি চিরশত্রুতা
পার্থ সারথি চক্রবর্তী
অরণ্যরাতের জোৎস্না মেখে
যখনই ভাবি হারিয়ে যাব কোথাও
হারিয়ে যাব এক দিকশৃন্যপুরের উদ্দেশ্যে,
কোথা থেকে বেজে ওঠে এক সন্তুর!
সুর তোলে বয়ে যাওয়া নদীটির বুকে।
এক লহমায় মিশিয়ে দেয়
নদীতীরের পাথরের সাথে।
এক বুকফাটা কান্না উঠে আসে
চিলাপাতার গভীর জঙ্গলে।
আমায় ভাবায়, হারিয়ে যেতে দেয় না-
বারবার উত্তরের খোঁজে আমাকে ব্যাকুল করে
কেন আসে না বনটিয়া, বেনেবউ
গম্ভীর গাছগুলির মগডালে!
যখনই ভাবি হারিয়ে যাব
পাতাঝরার এক সন্ধ্যায়
ঝি ঝি পোকার আর্তনাদ টেনে ধরে
হারিয়ে যেতে দেয় না!
হারিয়ে যেতে পারিনা!
থেকে যাই, বর্ষার ঝমঝম শব্দে,
বসন্তের পাতাঝরা মরশুমে।
জানি না, কোন জন্মের আত্মার টান
নাকি অম্লমধুর এক চিরশত্রুতা!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴