সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon

আজও অমলিন/অর্পিতা মুখার্জী চক্রবর্তী

আজও অমলিন
অর্পিতা মুখার্জী চক্রবর্তী

ছায়াময় এক সাঁকো পেরিয়ে স্বচ্ছতোয়ায় চোখ 
ভাটার টানে স্মৃতিমেদুর সাম্পান শারদীয়ার কূলে 
 বর্তমান দিনলিপির বিভাজন পুজোর দিনে। 
অশীতিপর ক্ষীণদৃষ্টিতে নিখুঁত এক জলছবি। 
 একান্নবর্তী সেই যাপনের পুজোর গন্ধে মায়ের পাটভাঙা শাড়ির গন্ধ। 
জন্মভিটে, সহোদরা, অগ্রজ, সহপাঠীর গাঢ় রং। 
পুত্র, কন্যা, দৌহিত্রে ঘেরা বর্তমান অবয়বহীন। 
প্রাপ্তি, বেদনার বোধহীনতারা পুজোয় সমর্পিত।
আঁশটে যাপনে সুগন্ধী ধুপধুনো,শিউলি সুবাস। 
দর্পণে উমার চোখ যাবতীয় চেয়ে দেখায়,
নিত্যদিনের পথ্য ভোগের প্রসাদ,
 শোরগোল যা কিছু,ঢাকের বাদ্যে মন্ত্রধ্বনি, 
জোড়হাতে পুষ্পাঞ্জলির অলীক ফুলেরা,  
অসংলগ্ন কথারা বিভোর বোধন, আমন্ত্রণ, সন্ধিপুজোর আবেশে। 
হাতড়ে খোঁজা, পুজোর বই, গান, পারিবারিক জলসাকে.... 
 গভীর এমন এক অসুখেও রিক্ত, নিঃস্ব বলিরেখার আনাচেকানাচে পবিত্র এক সুখের উদযাপন। 
সমকাল ছুঁয়ে শুধু কিছু অশ্রুকণারা অপেক্ষামান
 বিদায়ী ধারাস্রোতের ডুবস্নানে আরও সিক্ত হতে..

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri