আজ শ্রাবণে/উমা শঙ্কর রায়
আজ শ্রাবণে
উমা শঙ্কর রায়
ঝরছে শ্রাবণ আপন মনে দিনমান
ভর যুবতী ন্যারো এখন দুকূল সমান।
তিল গলানোর নেই যে ফাঁক শ্রাবণ আকাশে
দেদার সুরে ডাকছে ব্যাঙ ডোবার ধারে বসে।
দীঘির জলে মুখ দেখছে লুকিয়ে কদম ফুল
ভাঙছে নদী আপন মনে গোপনে দুই কূল।
দাড়কা, পুটি,শোল, বোয়াল সবাই আত্মহারা-
নদী নালার সীমানা ভুলে সবাই বাঁধনছাড়া।
শ্রাবণের মুক্ত ধারায় সবাই যে আজ মাতোয়ারা
সবুজ আঁচল উড়িয়ে দিয়ে সিক্ত হল তপ্ত ধরা।
সোদা গন্ধ গায়ে মেখে কিষাণ কিষাণী যায় ক্ষেতে,
আপন মনে বুনছে স্বপন মিলে মিশে দুইজনাতে।
মগ্ন তারা, ডুবল মাঠ, নেই যে কোনো খেয়াল,
জানে এই কাদাতে লুকিয়ে আছে হৈমন্তী সকাল!
*** ন্যারো আমার গ্রামের নদীর নাম। একটি মাত্র নদী।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴