সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
12-February,2023 - Sunday ✍️ By- উমা দাস সরকার 284

আজ বসন্ত

আজ বসন্ত
উমা দাস সরকার
---------------------

(১)

মনে আছে সেবার বসন্ত উৎসবে, তুমি গাইছিলে রাঙিয়ে দিয়ে যাও -যাও - যাও গো এবার যাবার আগে, আমি মুগ্ধ শ্রোতা হয়ে দাঁড়িয়ে ছিলেম  তোমার সোজাসুজি। হলদে রঙের পাঞ্জাবিতে দেখাচ্ছিল ভীষণ দামী। তোমার তখন সময় কোথায় মুখ তুলে চাও আমার দিকে। সর্বদা তুমি ব্যস্ত, সঙ্গে অনেক কলাকুশলী। আমি একলা দূরে তোমায় দেখি অসীম আনন্দে। আমিও সেদিন পাগলপারা,শাড়িখানা ছিল পলাশ রাঙা। হঠাৎ কোথায় হারিয়ে গেলে, ভিড়ের মাঝে চোখ ফেরাতে, মনে মনে সেই সুর বাজে। রং যেন মোর মর্মে লাগে, তোমার আপন রাগে......। এবার যেন হতাশ আমি, বসন্ত সে গেলই মিছে! পেছন পানে চেয়ে দেখি তুমি দাঁড়িয়ে গোলাপ হাতে। 

( ২)
মনে মনে  বিড়বিড় করতে করতে মুখ থেকে সহসাই বেরিয়ে এল ধ্রুব আজ  একবার বলো না  তুমি শুধু আমার। কথাটি বলে তিতাস নিজেই একটু অপ্রস্তুত হয়ে গেল। তিতাস জানে এ প্রশ্ন/এ আবদার যেমন অর্থহীন, তেমনি ওপাশ  থেকে যাই উত্তর আসুক পুরোটাই মূল্যহীন। না শব্দটিকে প্রয়োগ না করেও কিভাবে কারো হৃদয়ে আজীবন থেকে যাওয়া যায় ধ্রুব তা বেশ জানে। তাই  তো দিব্যি বলে দিল এ-ই মূহুর্তে আমি আর তুমি শুধু আমাদের। এ-ই মূহুর্ত এ-ই আমি সবটা তোমার আর তুমি আমার।এখানে অন্য কারো কোনো অধিকার নেই। কথা দিচ্ছি এ-ই মূহুর্তের স্মৃতি যতদিন তুমি বেঁচে আছো তোমার সাথে বয়ে যাবে। হয়তো সময়ের সাথে ম্লান হবে, কিছুটা ক্ষয়!! তবু কখনো মুছে যাবে না। কিছুটা ছেলেমানুষী থাকলেও  বসন্তগুলো এলোমেলো বাতাসে রয়েই যায়। কখনো প্রকাশ্যে আবার কখনো হৃদয়ের নীরবতায়। শত সহস্র দিনের মতন বসন্ত চিরন্তন। 

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri