আঘাতের ভাঁজে রাখা পুণ্যবাণী/উমা দাস সরকার
আঘাতের ভাঁজে রাখা পুণ্যবাণী
উমা দাস সরকার
শীতযাপনের সাথে সাথেই আসে
নতুন বছরের রেজোলিউশন।
যা কিছু শেষ-
ফেলে আসা কলহ
'ডিসেম্বর' পরজন্ম খোঁজে।
যীশুকে বিদ্ধ দেখে
হিম হয়ে আসে ঠোঁট।
যত্নে লালন করি পাঁজরের ক্ষত।
বছরে একটা মাত্র "বড়দিন "
আমাকে নিয়ে যায় নির্লোভ এক শৈশবে।
রঙ-বেরঙের আলো, রূপোলী কেক!
আলোছায়া মাখা মায়াবী গির্জা থেকে
প্রার্থনার সুর ভেসে-ভেসে আসে!
যীশুকে বিদ্ধ দেখে
আমার মাথা নত হয়ে আসে।
কান্না শুকিয়ে যাবার আগে
আমি ঘুমিয়ে পড়ি!
সভ্যতার বিভীষিকা রজনীগন্ধায় ঢেকে রাখি।
গির্জার ধ্বনির সাথে মিশে-মিশে যেতে থাকে
প্রতিটি আঘাতের ভাঁজে-ভাঁজে রাখা পুণ্যবাণী।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴