আকাশ ভরা সূর্য তারা কলমে/সুনীতা দত্ত
আকাশ ভরা সূর্য তারা
কলমে সুনীতা দত্ত
হাতছানি অনেক কিছু পাবার
নিজে কি দিয়েছি সে হিসাব তোলা থাক।
পণ করেছিলাম পণের বিরুদ্ধে
অথচ কলসির নিচ ফুঁটো।
"না" ছিল সতেরর সাথে বত্রিশের পরিণয়ে
পরিবারে তাই আজও ব্রাত্য।
মূর্তি পুজোয় মন নেই, ধর্ম জীবে প্রেম
তাতেও বেজার মুখ।
মনের কুঠুরিগুলো সখ্যতায় ভরিয়েছে
শব্দরাশির বন্ধুত্বে।
শারদ আকাশ বছর বছর সহ্য করে
আলোর রোশনাই আর অর্থের প্রাচুর্য,
মন তখন আলো ছড়াতে চায়
হাসি নিবু নিবু কয়েকটা মুখের।
ক্রমাগত ক্ষয়ীভূত ভূগর্ভস্থ তরল সম্পদ
ওজন স্তর ভারাক্রান্ত রোগে
পৃথিবীর মুখ ক্রমশ অরুচিতে ভরছে,
অথচ সফলতা চন্দ্রযান, সূর্য কক্ষপথে।
করোনা কাল অতিক্রম করে পোক্ত অর্থনীতিতে।
আশি বছরের বীরেন কাকা
আটবার আবেদন করেও ক্লান্ত মনে
নয় নম্বর আবেদন করছেন।
তবুও আশায় বাঁচে চাষা-
চাঁদ নজরদারি, সূর্য পরিক্রমা.....
কিন্তু আমার চোখে
"আকাশ ভরা সূর্য তারা/বিশ্বভরা প্রাণ"।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴