অহরহ রক্তক্ষরণ/উমা দত্ত
অহরহ রক্তক্ষরণ
উমা দত্ত
অনেকটা রক্তক্ষরণ অহরহ বয়ে যায়
অতি সভ্যতার অনিশ্চিত যাপনে
ঘুনপোকাদের গোপন বিস্তারে
ধীরে ধীরে গোটা সমাজ অমাবস্যার
কালো আস্তরণে কালিমালিপ্ত
খুন ধর্ষণ মাফিয়াবাজ ইত্যাদি...ইত্যাদি
সহজ পাঠের মতই সহজলভ্য
মতদানের ময়দানে দল বদলের পাত্র বদলে
আম জনতা কনফিউজড
বিশ্বাস ভরসা ভালোবাসা সময়ের দোলাচলে
রক্তাল্পতায় ভুগে কোমায় আচ্ছন্ন
সহজ সরল শব্দগুলি বিকিকিনির সাজানো পসরা
দর দাম হিসাব কষে নিলামে হাঁক ওঠে
রঙচঙে হামবড়া লৌকিকতার
স্বার্থান্বেষী কটূ গন্ধে ক্লেদাক্ত
সময়ের উল্টো স্রোতে কুচক্রী ফন্দি বাজের
গোপন আঁতাতে বিধ্বংসী আগুনে জ্বলে ওঠে তোয়াক্কা না করেই লাগামছাড়া বেপরোয়া উন্মত্ততায়
আয়নার সামনে দাঁড়াতে ভয় হয়
নিজের মুখটাকে অচেনা বিবেকহীন
ডাস্টবিনের বাতিল বস্তু মনে হয়
অস্থির সময়ের হাত ধরে কৈশোরের উড়ান
এখন অকাল বার্ধক্যের বলিরেখা
একটা প্রশ্নই ক্রমাগত মগজে ঘুরপাক খায়
এই অস্থির সময়ের মুখাপেক্ষী হয়ে বেঁচে থাকাটা
বাতুলতা না কি প্রহসন?
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴