অস্তগামী সূর্য/তপু দেব
অস্তগামী সূর্য
তপু দেব
প্রিয়,
ওগো অস্তগামী সূর্য প্রতিদিন আমি তোমায় ছাদে দাঁড়িয়ে নয়তো রাস্তায়, কখনো পুকুর ধারে বসে দেখি গাছের আড়ালে তুমি লাল রঙের যে রূপ ধারণ কর তোমার সৌন্দর্যে আমি বার বার প্রেমে পড়ে যাই। ও অস্তগামী সূর্য, যখন তুমি অস্ত যাও পশ্চিম দিকের আকাশের রং কী অপরূপ লাগে তুমি জানো না। তোমার এই আবেশে আবেগে আমি আপ্লুত।
তুমি প্রায় অস্ত যাচ্ছ মৃদু মৃদু হাওয়া বইছে, পাখিগুলো কিচিরমিচির করে আস্তানায় ফিরছে, গাছের পাতা গুলো তোমার সামনে এমন ভাবে দুলছে যেন তোমায় ছুঁয়ে যায়।
এই দেখে আমার মনে আনন্দের দোলা লাগে।
সমুদ্রের ধারে দাঁড়িয়ে প্রতীক্ষায় থেকেছি কখন তুমি অস্ত যাবে। যেন প্রেমিক প্রেমিকার অপেক্ষায় বসে আছে এমন অবস্থা আমার। আকাশ লাল, তোমার যাত্রা শুরু। এত বড় আকাশ জুড়ে শুধু তুমি। বড় থেকে ধীরে ধীরে ছোট হয়ে যেন ঝুপ করে ডুবে গেলে। তখন আমার মনে আবার অপেক্ষা সকালে তুমি ফিরবে, সমস্ত সৌন্দর্য নিয়ে পৃথিবীকে আলোকিত করবে। ঠিক যেন মানুষের জীবনের মতো।
তাই তো আমি বার বার তোমার প্রেমে পড়ি আর বার বার তোমার প্রেমে পড়ব, তোমার প্রতীক্ষা করব।
ইতি -
তোমার সৌন্দর্য প্রেমিকা
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴