অসাদৃশ্য/উত্তম চৌধুরী
অসাদৃশ্য
উত্তম চৌধুরী
ঘুমে যায় দিন,জেগে ওঠে রাত
নদীটির মুখে শাঁখের করাত
নাজেহাল চোখ।
পড়ে আনপড়,চোখ বোজা জ্ঞানী
আলোর আঁধার কতটুকু জানি
আদার ব্যাপারী!
উড়ে যায় পথ, বসে পড়ে মেঘ
গলিঘুঁজি খোঁজে হাজার আবেগ
মিরেজের ছায়া।
কার মুখ খুঁজি,ঠিকানা কোথায়!
মাঠ আর আল এক হয়ে যায়
বাড়ে অনুতাপ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴