অর্পিতা মুখার্জী চক্রবর্তী -এর আলোচনায় শৌভিক রায় -এর বই 'বোকামির এককাল'
অর্পিতা মুখার্জী চক্রবর্তী -এর আলোচনায় শৌভিক রায় -এর বই 'বোকামির এককাল'
বিশিষ্ট কথাকার, প্রাবন্ধিক, কবি, শ্রীযুক্ত শৌভিক রায় মহাশয়ের 'বোকামির এককাল' শিরোনামের ছোট ছোট ঘটনাক্রমের মজাদার লেখাগুলিকে মলাটবন্দী আকারে পাওয়া পাঠকদের অনেক বড় প্রাপ্তি নিঃসন্দেহে। 'হাসতে যাদের মানা' গোছের গুরুগম্ভীর মুখেও হাসি ফুটবেই বইটির পাতা উল্টে একের পর এক হাস্যরসাত্মক ঘটনার আস্বাদ নিতে নিতে। সদ্য পড়া বইটি নিয়ে দুচার কথা ভাগ করে নিলাম প্রিয় সহজ উঠোনের পাতায়।
বইটির প্রচ্ছদের ছবি থেকেই হাসির শুরু সে অর্থে। আজকের এই চিন্তাচ্ছন্ন সময়ে দাঁড়িয়ে যখন মানুষের মুখ থেকে হাসি প্রায় উবে যেতে বসেছে, এ বইটি হাসির মহৌষধী হয়ে টাটকা একঝলক বিশুদ্ধ বাতাস বয়ে আনে। হাসানো সবচাইতে দুরূহ কাজ। লেখক এই কঠিন কাজটি অবলীলায় করে গেছেন বইটির পাতা জুড়ে স্বতঃস্ফূর্ত ভাবে, স্বকীয় কৌশলে ও দুরন্ত উপস্থাপনায়। চেনা পরিসরের নিতান্তই চেনাজানা গল্পগুলিও ভিন্ন স্বাদে ধরা দিয়েছে হাসির মোড়কে।এখানেই লেখকের সার্থকতা। পাঠকদের মন ছুঁয়ে সহজ করে বলা যে আদপেই সহজ নয় তা লেখক আবারও প্রমাণ করলেন এই গ্রন্থটিতে।
শুরুর ছোট্ট ভূমিকাটুকুর মধ্য দিয়ে লেখক না বলেও অনেক কথা বলে দিয়েছেন যা পাঠকদের আগ্রহী করে তুলবেই পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে বোকামি সারি ধরে এগিয়ে যেতে।
নিজেকে নিয়ে হাসতে, হাসতে কৌতুক করতে করতে অনেক কথাই এই বইটিতে নির্দ্বিধায় উঠে এসেছে লেখকের কলমে, যাতে তাঁর সেন্স অফ হিউমার নিয়ে কোনো সন্দেহই থাকে না। সেই কলম থেকে হাস্যরস যে সাবলীলভাবে নিসৃত হবেই এ অবধারিত সত্য। এমন সত্যের প্রতিফলনই বোকামির এককালের সবকটি লেখা।
লেখক ও তাঁর সহধর্মিণীর সম্পর্কের টক ঝাল মিষ্টি রসায়ন যা দাম্পত্যের আসল চাবিকাঠি, মজার ছলে লেখক তাঁর অনবদ্য প্রকাশ ভঙ্গিমায় এই বইটিতে তুলে ধরেছেন কিছু ঘটনাক্রমে। ক্রমান্বয়ে সোল, দমকলের কর্মী, নারী চেহারা বেজায় জটিল, জর্দা, ভ্যাকসিন আর খেলা, স্বাদ গন্ধ, প্রণাম, ওয়েফার, সব খানা হ্যায়, হিসেব, আঁচড় কাটা মুখ প্রতিটি বোকামির ঘটনাই জীবন থেকে উঠে আসা অত্যন্ত বিশ্বাসযোগ্য ঘটনা বলে মনে হয়। আর একবার প্রমাণিত হয় যে কিছু লেগ পুলিং, কিছু খুনসুটি আসলে প্রীতিরই ছদ্মনাম।
প্রতিটি লেখাই এখানে নিজের নিজের মতো করে মজাদার। তবে ব্যক্তিগত ভাবে সবচেয়ে মজা পেয়েছি আর বই রেখে দেওয়ার পরও যখন তখন হেসে উঠেছি পেস্তা, স্টপ গ্যাপ, জর্দা, ভ্যাকসিন আর খেলা, কৃষ্ণের জীব, বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা, প্রণাম, এররস আর ব্রেড আরনার্স, কোভিল, মৌখিক, হিসেব এই লেখাগুলির কথা মনে করে।
রা' প্রকাশনের এ বইটির পৃষ্ঠার মান ও মুদ্রণ বেশ ভালো। ঝরঝরে প্রাণময় লেখাগুলি ঝকঝকে সাদায়-কালোয় পড়তে বেশ লাগে। অনেকটা অক্সিজেন কুড়িয়ে নিয়ে হাসির মেডিটেশনে থাকতে এমন বই সঙ্গে থাকা আবশ্যিক। বইটির টুকরো ঘটনাগুলি ঠিক কতখানি আপনাকে হাসাতে পারে তার সত্যতা যাচাই করে নিতে অবিলম্বে তাই একটু বোকামি করে সংগ্রহ করে নিন রম্যরচনার সুখপাঠ্য এই আনন্দ সংখ্যাটি। আখেরে ভালোলাগার রেশটুকু রয়ে যাবে হাসির টনিক হয়ে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴