অরণ্যপথিক/ডালিয়া চৌধুরী
অরণ্যপথিক
ডালিয়া চৌধুরী
-------------------
নিশ্ছিদ্র অন্ধকারে
প্রথম সূর্যালোক লেগে জন্ম তোমার;
মাটির রসে সিক্ত বীজ ফেটে পল্লবিত তুমি;
তুমিই পৃথিবীর প্রাণস্পন্দন,
প্রাণের আরাম!
আমার চলার পথ জুড়ে তুমি ছেয়ে আছো;
চেয়ে আছো….
তোমার নিঃশ্বাসে চির সবুজের ঘ্রাণ,
তোমার পথ জুড়ে ঝরাপাতার গান,
সবুজ স্বপ্নভেজা দিনরাতের সমাবর্তনেও তুমি;
এভাবেই আছো চিরদিন।
এই যে, তোমার শরীর জুড়ে আঁচড়ের দাগ;
লোভ-লালসার চোরা সন্ত্রাস ঘিরেছে তোমায়,
তোমায় ঘিরে চলে হত্যার লীলা!
তবু, তোমার শরীর জড়িয়ে থাকি আশ্লেষে;
ভিতরে ভিতরে চলে প্রাণের উৎসব।
গভীর থেকে গভীরে প্রোথিত
আমার মধ্যে তুমি;
অথবা তোমার সাথে আমি।
আমার প্রিয় অরণ্য!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴