অমরাবতী হাউজিং কমপ্লেক্স/রণজিৎ কুমার মিত্র
অমরাবতী হাউজিং কমপ্লেক্স
রণজিৎ কুমার মিত্র
( এক)
সংগোপনের আর কোন গোপন নেই,
বৃথাই খোঁজো সংলাপ ।
কান খাড়া করে পড়শী আছেন
দেওয়ালের ওপারে।
প্রবেশ মুখে সিসি টিভি একাই জাগে,
কে এলো! কে গেলো ?
সেই শুধু হিসেব রাখে।
(দুই)
তিনতলাতে তুমি আছো সই,
দশ তলাতেই মুই,
এসো সই, মুখ বইতে
মনের কথা কই।
সই অমনি রেগে বলে
মুখ কই? মুখ কই?
( তিন)
সেই কবে থেকেই সঙ্গীবিহীন।
একই বিছানায় যোজন যোজন দূরত্ব
মুখ ফিরিয়ে থাকে।
দেওয়ালে ঝোলানো মেলায় কেনা অদ্ভুত মুখোশ।
মাঝরাতে ভেংচি কাটে
টবে রাখা দামী ক্যাকটাস।
বইয়ের তাকে রাখা অন্ধ রাজা অয়াদিপাউস বলে
"আরো আলো, আরো আলো
এই নয়নে প্রভু ঢালো"
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴