অমর ফেব্রুয়ারি/মমতা পাল চন্দ
অমর ফেব্রুয়ারি
মমতা পাল চন্দ
ফেব্রুয়ারিটা ফিরে এলেই
করি তোমাদের খোঁজ,
মনের মাঝে বেঁচেই থাকো
কথার মাঝে রোজ।
তোমরা জানি ভাষার গরব
ভালোবাসার গান,
সালাম তোমরা ভীষণ খাঁটি
জাতির সম্মান।
অগোছালো কথার মিছিল
ভাষার বিবর্তন,
হিসেবের খাতায় গরমিল হলেও
তোমরাই চিরন্তন।
হাজার আঘাত ভাঙ্গে যদি নদী
গতি হারায় ঢেউ,
ভাষার প্রতি বাঙ্গালীর টান
ভাঙতে পারে কি কেউ ?
চোখের আড়ালে চলে গেলেও
তোমরাই পিছুটান,
তোমরা আমাদের জাতির গর্ব
মায়ের সম্মান।
স্মৃতির ছবি গল্প শোনায়
ভেজায় চোখের পাতা,
বিনি সুতোও কাব্য বোনে
লেখে বীরত্বেরই গাঁথা।
সমীকরণটা যদি ভুল হয়ে যায়
হারায় বাংলা ভাষা,
মায়ের খোকা তোমরা বেঁধো
বুকের ভেতর বাসা।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴