অভিযুক্ত/অপূর্ব কুমার চক্রবর্তী
অভিযুক্ত
অপূর্ব কুমার চক্রবর্তী
---------------------------
থানার বড়বাবু রামচন্দ্র রায়ের মাথায় আকাশ ভেঙে পড়েছে। যাকে ইমিডিয়েটলি অ্যারেষ্ট করতে হুকুম হয়েছে ওপর মহল থেকে তাকে ধরা আর ঝড়কে লক আপে আটকানো একই কথা। এফ আই আর এ উল্লেখ আছে যে অপরাধী নিজের ছবি লাগানো পতাকা নিয়ে মিছিল মিটিং দেখলেই হামলা করছে। একাই। যেন ডন। পকড়না মুশকিল নহি, নামুমকিন হ্যয়।অন্য সব জমায়েতে যেখানে স্লোগান বক্তৃতার তুবড়ি ছোটে সেখানেও সে একই রকমের ফেরোসাস এবং অ্যাটাকিং। কিন্তু সব রকমের উপাসনার জায়গায় সে শান্ত। যে যা দেয় দুহাত পেতে নিয়ে মাথায় ছুঁইয়ে খেয়ে নেয়। সেখানে কোন পতাকা, কোন মূর্তি, কী রকম ধ্বণির উচ্চারণ সেসবের সে ধার ধারে না। মাঝে মাঝে তো কারও বাড়িতে কলা, পেয়ারা এজাতীয় ফল রেখে আসে। অক্ষত। কী জানি সেবা প্রেম এসব আবার কোত্থেকে শিখেছে!
বন দপ্তরের সাহেবরা বলেছেন ওটার মেন্টাল গন্ডগোল হয়েছে। ধরার চেষ্টা চলছে। এর মধ্যেই কে একজন নেতা আসন্ন কর্মসূচির নিরাপত্তার কথা ভেবে ঠুকে দিয়েছে এফ আই আর।
রামচন্দ্র রায় জিপ হাঁকিয়ে এসেছেন রেঞ্জ অফিসে। যৌথ অভিযান নিয়ে আলোচনা সারতে।
বেরোনোর সময় কানে এল, পেছন থেকে কেউ বলাবলি করছে, লোকালয় গুলোকে জঙ্গল বানিয়ে এখন বাঁদর ধরতে বনবিভাগের কাছে এসে কী হবে?
আর তখনই সামনের গাছের ডাল থেকে বিভৎস রকম ভেংচি কেটে উঠলো মূর্তিমান ত্রাস সেই অভিযুক্ত বাঁদরটি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴