সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon

অন্য বসন্ত/রাজশ্রী সেন চৌধুরী

অন্য বসন্ত
রাজশ্রী সেন চৌধুরী
-----------------------

জানলার কাছে নীল সাদা ফুল গাছে চেনা কোকিলটির কন্ঠে আজ উদাসী বসন্ত গান। 
বিগত বসন্তে যে পাখি বড্ড ঝগড়ুটে ছিল 
                     এই বসন্তে সে হয়েছে উদাসিনী! 
চপলা জলঢাকা ধূসর শুষ্ক হৃদয় নিয়ে 
                                      বয়ে চলেছে আনমনে!

ফাল্গুন শেষের পড়ন্ত বিকেল 
যে পশলা বৃষ্টি এনে দিল অকস্মাৎ
তা ছুঁতেও পারেনি পাহাড়িয়া নদীটির শুকনো হৃদয়। চাপড়ামারিতে গত বসন্তে যে পলাশ যে শিমুল 
                      প্রেমিক হৃদয়ে আগুন জ্বেলেছিল 
                      এ বসন্তে তারাও কেমন বেরঙিন! 
লাল ঝামেলার সীমান্ত সেতুতে 
জিতি বাগানের পাহাড়ী ঝোরায়
চা বাগিচার প্রতিটি পথের বাঁকে 
                              অদ্ভুত এক নিস্তব্ধতা। 

ঋতুরাজ, গোপন চিঠিতে শুধু তোমাকে                                              জানিয়েছিলাম  বিরহ গাঁথা! 
পথহারাকে চেনা পথে ফিরিয়ে আনার আকুতি কংক্রিটের জঙ্গল যাকে হৃদয়হীন করেছে!

তবে ঝগড়ুটে কোকিলের কন্ঠে উদাসী সুর কেন
এক অপ্রেমিকের বিচ্ছেদে চপলা নদীটিও 
                                              এমন আনমনা হল কেন।
শুধু তোমাকে জানিয়েছিলাম বসন্ত,
লাল ঝামেলায়, জিতি বাগানে, 
চা বাগিচার পথের বাঁকে এই অদ্ভুত নিস্তব্ধতা কেন!

তার হৃদয়ে শুধু একটি বসন্তপলাশ ফোটানোর                                            অনুরোধ তোমায় করেছিলাম 
তবে চাপড়ামারি এমন রঙহীন কেন!

ফিরিয়ে দাও প্রকৃতির সেই চেনা সুর, সেই চেনা রঙ, ঘুচে যাক সব নৈঃশব্দ 
তীব্র প্রেম আর অপ্রেমে ভেসে যাক চরাচর।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri