অনিন্দ্য - সুন্দর/মনীষিতা নন্দী
অনিন্দ্য - সুন্দর
মনীষিতা নন্দী
পাতার পর পাতা
লেখা আছে মনকেমন
অধর ছুঁয়ে হাসিখানি বিলীন হ'ল ব্ল্যাকহোলে
আর ফেরা যায় না
যে'ভাবে স্টিয়ারিং ঢুকে এফোঁড় ওফোঁড় বুক
ঠিক কতটা গভীরে,
কীভাবে কেন, জানা নেই
শুধু শুনে, সয়ে যাওয়া,
শুষে যাওয়া বদহজম
গিলে নেওয়া হিংসুটে কান্নাক্ষর
অপেক্ষার নিভৃত আলাপ
জোছনা বিছানো রাস্তায় রাস্তায় খেলে যায়
লেখা-ছবি-কথা-গান,
ধূসরিত আবীরে স্মৃতিময় ছাড়খার
এক ঝলকে শুধুই সেদিন রৌদ্রছায়া সবুজ লুকোচুরি
এমন সকাল আর কি কখনও হলুদ বনে?
মিলিয়ে যাবে খুশী ঝরণায়, জানিনি তখনও
স্পষ্টতর এ' মুখ,
চোখে চোখে আয়না কথা
প্রতিফলনে আস্ত বিবেক
শিরদাঁড়া জুড়ে আগুন লালের পলাশ যাপন
মৃত্যু যদি শরীর পোড়ায়
আমার তোমার ভেতর - ঘরে
উজ্জ্বলতম বসন্তদিন, বাতাসবিহীন
ফুটন্ত অশ্রু ভিজে পোড়া চামড়ার গন্ধ
মেহগনি রাজার খড়মে উড়ে যায় কোটি বকুল।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴