অনিন্দ্য/সংযুক্তা দাস
অনিন্দ্য
সংযুক্তা দাস
অনিন্দ্য আজ ভোর আকাশে
মিঠেল রোদের সূর্য্যমুখী ফুল
অনিন্দ্য ওই সবুজ ঘেরা মাঠে
হাসছে, খেলছে, আছেই তো বিলকুল
অনিন্দ্য তাঁর মেধার ছটা দিয়ে
জানিয়ে দিচ্ছে কী প্রতিভার ছেলে
অন্তরালে থেকেও কতজনের
মনের ভেতর পিদিম দিল জ্বেলে
অনিন্দ্য, তাঁর সাহিত্যপ্রেম প্রাণে
বুকের মধ্যে অগাধ জ্ঞানের খনি
সেই হাসিমুখ সৃজন আলোয় ভরা
মানুষ তো নয়, যেন পরশমণি
পরের জন্য নীরব সমাজসেবায়
বিলিয়ে দিলে তোমায় কতখানি
অনিন্দ্য তাই রয়েছ সবার মধ্যে
চলে গিয়েও সত্যি আছ জানি
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴