অনাচারের ঝাঁপি/পার্থ বন্দ্যোপাধ্যায়
অনাচারের ঝাঁপি
পার্থ বন্দ্যোপাধ্যায়
ছড়ানো ছিটানো অনাচার দৃশ্যপট বদলে চলে অবিরাম
এক অদ্ভুত মায়াজাল এর কেন্দ্রে শ্বাস নেওয়া, বেঁচে থাকা
সহস্র মানুষের শোক তাপ জ্বালা গ্রাস করে পৃথিবীটাকে।
আজও মাটির সাঁকো বেয়ে ঘাম ঝরে পড়ে
নিরিহ মানুষের কান্না ভিজে ওঠে, মাটি নরম হয়
অনাচারে দীর্ঘ হয় ঘোর অন্ধকারময় একটা গোটা পৃথিবী।
রাত আসে রাত গভীর হয়, নিকষ কালো
জল আছড়ে পড়ে সবুজ বনানী জুড়ে,
চারিদিকে কলকল ছলছল ছলাৎছলাৎ।
মায়াজাল অধরাই রয়ে যায়, স্পর্শ করা যায় না,
পড়ে থাকে বৃষ্টিজলে ধুয়ে যাওয়া একটা আস্ত শ্রাবণ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴