অধরা/ডালিয়া চৌধুরী
অধরা
ডালিয়া চৌধুরী
সময় এগিয়ে যায়
নিঃশব্দে পা টিপে টিপে।
আমরা ভাবি সময়কে জিতে নেব ঠিক
সময় মুচকি হাসে।
ভাবি সময় থমকে গেছে বুঝি!
আসলে সময়ের ধুলো ঝেড়ে ফেলে
আমরা স্মৃতিমেদুরতায় আড়মোড়া ভাঙি।
ভালো সময় মন্দ সময়
এসব সংজ্ঞা আমরাই দিই,
সময় তখন পাশ ফিরে শোয় ;
প্রহর গুনতে গুনতে জীবন একদিকে হেলে পড়ে
অস্তগামী সূর্য যেমন ;
আঁকাবাঁকা জীবনরেখার ওপর
সময় এঁকে দেয় একটা বিন্দু ;
তারপর
সময় চলতে থাকে
অন্তহীন…!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴