অতৃপ্ত/মনীষিতা নন্দী
অতৃপ্ত
মনীষিতা নন্দী
______________
শেষরাতে স্বপ্নে দেখলাম বিছানায় আধশুয়ে তুমি
একরাশ কালোয় বালিশ উপচে বেণীকথা ঘিরে থাকা
হলুদ হাউসকোট, সাথে কত কত না শোনা সুর
সেই কবেকার স্বচ্ছ্ব জ্যোৎস্নায় মেখে গেছে মুখ
গোলাপ - রাঙা ঠোঁটে আলো - খুশি চলকায়
এক বিকেলে খেলতে গিয়ে
কমলা পাড়ের পাটভাঙা শব্দ আঁচল
আলগোছের বিনুনিতে চন্দ্রমা
মনে হয়, এই তো সেদিন!
তোমার মেয়ে হ'তে চাই অথবা খুব নিজের কেউ;
শুনতে পাওনি, বুঝতে চাওনি কিংবা অন্যকিছু...
প্ল্যাটফর্ম ধ'রে হাঁটতে হাঁটতে
কেমন ফুরিয়ে গেল কথাগুলো...
অভিমান জমে পাহাড় হল,
মুখ ফিরিয়ে নেবার অছিলায়
আজও দেখি শ্মশানে বসে বৃষ্টি ভেজে মেয়েটা,
বন্ধু আমার, অসহায় ছোটে বাবার কাছে,
কখনও বা মাথা কুটে মরতে চায়।
মিথ্যে হোক সেই বৃষ্টিভেজা বিকেল, মিথ্যে হয়ে নিভে যাক
অসুখমোড়ানো তোমার বিরাট শরীর পোড়ানো আগুন,
বৃষ্টিজলে ধুয়ে যাক সব হিংস্র সংক্রমণ।
শরীর জুড়ে থাক কমলা সুঘ্রাণ,
স্বপ্ন বুকে রিনরিনিয়ে উঠুক আনত বীণার তার।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴