অচেনা/ভাস্বতী রায়
অচেনা
ভাস্বতী রায়
ঘুম ভাঙা এক অচেনা সকাল
আকাশ ঢাকা অশনিসংকেতে
শান্ত নদী হারিয়েছে গতিপথ
সবুজ ফুসফুস ধুঁকছে তপ্ত দাবানলে
খেলার মাঠ বদলে গিয়ে
খাঁ খাঁ করছে তেপান্তরে
ফ্যাকাশে হয়েছে রামধনু রং
বাউল ভুলে গেছে প্রিয় গান
ভোরের পাখিরা ঢলছে ঘুমে
রাত পাখিরা ধরেছে ভৈরবী গান
মত্ত সবাই বোকা বাক্স আর মুঠোফোনে
বাস্তব হয়েছে ম্লান।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴