চেনা এক নদী, ছটফটে উচ্ছল
যার বাতাস শৈশব কৈশোর জুড়ে
কত পাড় ভাঙা, কত চর জেগে ওঠা
তবুও বয়ে চলার বিরাম কোথায়!
তার সাথে ভেসে যেতে যেতে
একদিন হারিয়ে যাওয়া অন্যপথে,
অন্য কোনোখানে, অপরিচিতের ভিড়ে
নদীর খোঁজ সে রাখেনি আর,
ভেতরে তার ধু ধু বালিচর।
যত খোঁড়ে জলহীন শুষ্কতা শুধু
তারপর একদিন হঠাৎ
সেই চেনা বাতাসের ছোঁয়া তার শরীর জুড়ে
তবুও দাঁড়ানো হয় না দুদন্ড তার সামনে গিয়ে
দেখা হয় না ভাঙা পাড়, জেগে ওঠা চর
শুকনো বালির চোরা ঘূর্ণিপাক
তাকে টানতে থাকে অন্ধকারের দিকে।