স্বপ্নলোকের চাবি
স্বপ্নলোকের চাবি
রানা সরকার
০০০০০০০০০০০
অনন্ত নিবিড়ে সে এক রূপকথার দেশে জেগে আছ তুমি। আলো ছায়ায় নিভৃত অন্তর্লোকে তুমি আছ। সেখান থেকে স্বপন পারের ডাকের প্রতীক্ষায় জীবনের ছায়াপথ থেকে একটা দীর্ঘ পরিক্রমায় কতবার যে মনভুবনের পাড়ে এসে দাঁড়িয়েছি ! এই বন্দিত্বকালীন সময়ে দিন ও রাত্রির নিঃশব্দ প্রস্থান। এ শহরে দৃশ্যত রাতের আকাশে নক্ষত্রবেলায় ঘুমহীন চোখে জেগে আছি। রাত্রি জেগে আজ এখানে আড়ালে।
চিরশ্রী গানের সুরে নয়, গানের কথায় তোমাকে বলছি আজ : কাল রাতের বেলায় ঘুমের দেশে ছিলেম না আমি। এখানের এই মৃত শহরে জেগে ছিলাম। এ শহরের অন্তঃপুরে কোথাও যেন এক করুণ বেহালার সুর শুনতে পেয়েছিলাম। মনে হল হারানো এক স্বপ্নলোকের চাবি এতদিন পর খুঁজে পেয়েও এ কেমন এক বিষণ্নতায় বাকি রাতটুকু আমাকে জাগিয়ে রাখল ! তখন তুমি স্বপন পাড়ে অন্য এক নিভৃত লোকের অন্তর্বাসিনী। দূরভাষের কথোপকথনে কোনো সুখকর আলাপচারিতা কখনো ছিল না আমাদের।
এখন এক স্বপন পারের ডাক আমি শুনতে পাই তোমার আল্হাদিত কণ্ঠে ।
" আমার নিশীথ রাতে বাদল ধারা, এস হে গোপনে -
আমার স্বপন লোকের দিশাহারা। "
তুমি আমাকে বললে : কেমন আছো তুমি ?
ভালো নই এখানে এখন আমি
চিরশ্রী :- পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে রূপে আজও কি বন্দিতা আমি ?
দীপ :- তুমি আছোসমুদ্র পারে কোনো এক বনবীথিকার দেশে। নির্বাসিতা রাজকন্যা তুমি। আমার কাছে চিরদিনের অনন্যা।
চিরশ্রী :- আমাকে কেন এত গভীরে খুঁজতে যাও তুমি ?
দীপ :- জীবন থেমে নেই কোথাও। জীবন থেকে পালিয়ে আসিনি, সরেও আসিনি এতটুকু। তাই তো খুঁজে নেয়ার এই একটা চিরকালীন তাগিদ আমার।
চিরশ্রী :- এই স্বপন পাড়ে তোমার মুখোমুখি দাঁড়িয়ে আমি। তুমি কি আমাকে চিনতে পারছ এখন?
দীপ :- কুয়াশা দিনের ছায়ালোকের এক স্বচ্ছতোয়া ঝর্ণার দেশে তুমি দাঁড়িয়ে আছো। তুমি আছো গানের ওপারে।
চিরশ্রী :- কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে।।
সেকি তোমার মনে আছে তাই সুধাতে এলেম কাছে -
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে।।
ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ নেভা মোর বাতায়নে।
দীপ :- স্বপন পারের দীপ নেভানো দ্বীপে তোমার যাপন পর্বের কথামালা এই সুদূরের ঘুমের প্রবাসে আমাকে জাগিয়ে দিয়েছিল কাল।
" কাল রাতের বেলা গান এলো মোর মনে,
তখন তুমি ছিলে না মোর সনে
ভেবেছিলাম আজকে সকাল হলে - সেই কথাটি তোমায় যাবো বলে"...
চিরশ্রী :- স্বপ্নলোকের চাবিতে বন্ধ এই বিশাল উপতক্যার ঘরবাড়ি। এখানে সকাল বিষণ্ন বাতাসে দূরের কান্নাকে সব হারাদের শূন্যতাকে মনে করিয়ে দিচ্ছে এখন।
দীপ :- স্বপ্নলোকের চাবি খুঁজে পেয়েছি আমি আজ। চিরশ্রী, এখানেই এসে দাঁড়িও তুমি। মৃত শহরের সকালের চেয়ে এ শহরের রাতের নির্জনতা অতীতের চালচিত্রকে আপন করে ভাবতে শেখায়।
চিরশ্রী :- শুকনো পাতার ডালে ডালে ওরে ঝড় এসেছে। এই ঝড়ের সংকেতে আমি জেগে আছি। স্বপন পারে এই বন্ধ আবাসের দুয়ারগুলি ঝড়ের রাতে ভাঙছে বারংবার
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴